হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হাদীসে তিব্বে সানা সানূত (সানা মক্কী) নামে একটি বিষয় এসেছে। যা আমাদের দেশে সোনা পাতা নামে পরিচিত। এটি মানুষের শরীরে বিভিন্ন রোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরি একটি উপাদান। যদিও আমরা ওষধি এ পাতাটির সাথে তেমন একটা পরিচিত নই। আলহামদুলিল্লাহ্ বিশ্বের বিভিন্ন দেশে এর প্রচলন রয়েছে।
এ বিষয়ে হাদীসে রাসূল (সা.) বলেন, “তোমরা কোষ্ঠকাঠিন্য দূর করতে সানা সানূত ব্যবহার কর। মৃত্যু ব্যতীত এটি সকল রোগের অষুধ।” (সুনানে ইবনে মাজাহ-৩৪৫৭)
অন্য এক হাদীসে রাসুল সা. বলেন, এমন কোনো প্রতিষেধক যদি থাকতো, যা মৃত্যুকে প্রতিরোধ করতে পারতো, তাহলে তা হতো সিনা/ সোনা পাতা ( আত-তিরমিযী, হাদিস নং ২০৩১ )
রাসুল সা. আরো বলেন, অবশ্যই তোমাদের সোনা /সিনা ও শুলফা ব্যবহার করা উচিত । এ দুটোতে সাম ছাড়া সকল রোগের নিরাময় রয়েছে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলাল্লাহ ! সাম কি? তিনি বললেন “মৃত্যু” । ইবনে মাজাহ, চিকিৎসা অধ্যায়, হাদিস নাম্বারঃ ৩৪৫৭ ।
(মুনির হোসায়েন খান)