۹ فروردین ۱۴۰۳ |۱۸ رمضان ۱۴۴۵ | Mar 28, 2024
মওলানা মুক্কাবির হাসান খান
মওলানা মুক্কাবির হাসান খান

হাওজা / জাফরি ফেকানুসারে আজ আমাদের এলাকায় সর্বপ্রথম জুম্মার নামাজ চালু হলো ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আল্লাহর রহমতে নবীপাকের করুণায়, ইমামে জামানার নেক নজরের মাধ্যমে জুম্মা চালু হলো ৷  ভারতবর্ষের হাওড়া জেলা ৷ উক্ত জেলার উলুবেড়িয়া থানার অন্তর্গত রণমহল এলাকায় আজ জুম্মার নামাজের শুভ আরম্ভ হয় ৷  সাপ্তাহিক ঈদ হিসাবে পরিচিত জুম্মার নামাজ ৷ সেই নামাজ আমরা প্রায় দশ বছর পড়িনি ৷ আল্লাহর রহমতে আজ থেকে  তা চালু হলো ৷

উক্ত এলাকায় আজ থেকে দশ বছর পূর্বে পবিত্র নবীর পবিত্র আহলে বাইতের নাম পর্যন্ত জানতো না ৷ কিন্তু ২০১১ সালে জনাব ইদ্রিস সাহেব ড. তিজানী সাহেবের বই নিয়ে আসেন এবং আমি মুস্তাক তা পাঠ করে আহলে বাইতের হকে পথে আসি ৷ এর পর মরহুম মওলা আব্বাস আলী যাঈদী সাহেব আমাদের এখানে তাবলিগ করে করে আমাদের জাগিয়ে তোলেন ৷ এছাড়া  বিভিন্ন বই পত্র পড়াশোনা করে আমরা জাফরি ফেকা অনুসরণ করতে থাকি ৷

এরপর থেকে আজ দশ বছর পর আমরা জুম্মা আজ শুরু করলাম ৷

আজ জুম্মার নামাজ পড়ান মওলানা মুক্কাবির হাসান খান সাহেব ৷

ইনশাল্লাহ এরপর থেকে প্রতি সপ্তাহে জুম্মা চালু থাকবে ৷

রির্পোটঃ মুস্তাক আহমদ (সত্যের পথে)

Uluberia, Howrah, 24 / 09 / 2021

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .