۲۸ فروردین ۱۴۰۳ |۷ شوال ۱۴۴۵ | Apr 16, 2024
বাংলাদেশ কি ভারতের কাছে ঋণী
বাংলাদেশ কি ভারতের কাছে ঋণী

হাওজা / ভারতের এক বিরাট সংখ্যক / বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ ভারতের কাছে ঋণী ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ভারতের এক বিরাট সংখ্যক / বিশাল জনগোষ্ঠী বিশ্বাস করে যে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ ভারতের কাছে ঋণী । ভারতের সাহায্য ব্যতীত বাংলাদেশের নাকি স্বাধীনতা অর্জন অসম্ভব ছিল ! ভারত ইচ্ছা করলে ১৯৭১ সালে নাকি বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারত । কিন্তু দয়া করে ভারত বাংলাদেশকে স্বাধীনতা বখশিশ করেছে অর্থাৎ স্বাধীন করেছে । বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার

হওয়ার প্রতিবাদকারীরা ভারতে বাংলাদেশী পণ্য বয়কট এবং পাকিস্তানের সঙ্গে ভারত যেমন সকল যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রেখেছে ঠিক তেমনি বাংলাদেশের সাথেও সকল যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ও স্থগিত রাখার আহ্বান জানিয়েছে ভারত সরকারের প্রতি !! এ ধরণের বিচ্ছিন্ন হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতবাসীদের এক অংশের এমন চিন্তা ভাবনা সত্যি দু:খজনক , অবাস্তব ও বিপজ্জনক অথচ ভারতেও মুসলিম সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা অহরহ হয়েই থাকে । কই সেজন্য কি বাংলাদেশের অধিবাসীরা বা তাদের একাংশ  ভারতীয় পণ্য বর্জন এবং ভারতের সাথে সার্বিক যোগাযোগ ও ব্যবসায় বাণিজ্য বন্ধ রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে বা জানায়  (বাংলাদেশ) ?

পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনে  সাহায্য করার জন্য ভারতকে আন্তরিক ধন্যবাদ ও বাংলাদেশ সেজন্য কৃতজ্ঞ । তবে ভারতের সাহায্য বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে নি:সন্দেহে ত্বরান্বিত করেছে । ভারত যদি বাংলাদেশকে আদৌ সাহায্য ও সহযোগিতা না করত তাহলেও দেরীতে হলেও বাংলাদেশ স্বাধীন হত এবং সেক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দীর্ঘায়িত হত । বাংলাদেশের স্বাধীনতা অর্জন মূলতঃ ও প্রধানত: বাংলাদেশের জনগণের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল । তাই যারা এমন ভাবে তারা আসলে প্রকৃত বাস্তবতা থেকে দূরে । আশা করা যায় যে ভারত সরকার ও সেদেশের জনগণ এ সব অর্বাচীন লঘু মস্তিষ্কদের কথা ও আহ্বানে সাড়া দেবে না । আঞ্চলিক ও

সুপ্রতিবেশী সূলভ সম্পর্ক ও সহযোগিতা যে সবার জন্য কাম্য ও উপকারী তা আমাদের সবার মনে রাখতে ও বিশ্বাস করতে হবে ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

১৩ রবীউল আওওয়াল , ১৪৪৩ হি.

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .