۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
নবীপাক
নবীপাক

হাওজা / আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সঃ) তাঁর রিসালতের কাজ আঞ্জাম দেবার জন্য এবং রিসালতকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে হযরত আলী (আঃ)-কে চেয়েছেন

লেখা: মুস্তাক আহমদ (সত্যের পথে)

আল্লাহর নবী হযরত মুহাম্মাদ (সঃ) তাঁর রিসালতের কাজ আঞ্জাম দেবার জন্য এবং রিসালতকে হেফাজতের জন্য আল্লাহর দরবারে হযরত আলী (আঃ)-কে চেয়েছেন 'সুলতানান নাসীরা' বাক্য দ্বারা ৷

তাহলে সেই নবীর রিসালত এখনও আছে ও কিয়ামত পর্যন্ত থাকবে ৷ দশম হিজরীর পর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, তারা যদি নবী (সঃ)-এর রিসালতকে ধারন করতে চায়, তাহলে অবশ্যই তাকে হযরত আলীর দরকার হবেই হবে ৷

এই গুরুত্বপূর্ণ বিষয়টি অনুভব করে নবীপাক বিদায় হজ সেরে গাদীরে খুমের ময়দানে হযরত আলী আঃএর হাত তুলে ধরে নিজের রিসালতকে রক্ষার জন্য মানবজাতিকে 'বেলায়তে আলী' দিয়ে গেছেন ৷

এজন্য আল্লাহপাক কোরআনের বলেছেনঃ হে রসুল ! আপনি যদি বেলায়তের আলীর ঘোষণা না দেন তাহলে রিসালতের কোন কাজই আজ পর্যন্ত আঞ্জাম দেন নি ৷ অর্থাৎ ঈমান হিসাবে "বেলায়তে আলী" যারা গ্রহণ করেন নি, তারা রিসালতের কোন স্বাদও পান নি ৷ সুধু এতটুকুই নয়, বরং রিসালতের জ্ঞানও পান নি৷

দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।

تبصرہ ارسال

You are replying to: .