۶ اردیبهشت ۱۴۰۳ |۱۶ شوال ۱۴۴۵ | Apr 25, 2024
আফগান নারী
আফগান নারী

হাওজা / ক্ষমতা নেওয়ার পর নারীদের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের নারীদের ওপর এবার অন্যরকম নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান।

রবিবার তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব নারী দূরে কোথাও ভ্রমণ করতে চায় তাদের অবশ্যই কাছের কোন পুরুষ আত্মীয় থাকতে হবে। অন্যথায় তাদের কোন গাড়ি দেওয়া হবে না।

নতুন ইস্যু করা আইনে আরো বলা হয়েছে, গাড়ির মালিকেরা শুধু সেসব নারীদের গাড়ি সরবরাহ করতে পারবে যারা বোরকা পরিধান করবেন।

দেশটির মন্ত্রীর এক মুখপাত্র সাদেক আকিফ মুহাজির বার্তা সংস্থা এএফপিকে বলেন, যেসব নারী ৭২ কিলোমিটারের বেশি দূরত্বের জায়গায় যেতে হলে কোন গাড়ি সরবরাহ করা উচিত হবে না যদি তাদের সঙ্গে কোন কাছের আত্মীয় না থাকে। এই মন্ত্রী স্পষ্ট করে বলেন, অবশ্যই কাছের পুরুষ আত্মীয় হতে হবে।

নতুন এই নির্দেশনা তালেবান দেশটির সামাজিক মাধ্যমে দেওয়া হয়েছে। এর আগে তালেবান কর্তৃপক্ষ দেশটির নারী সাংবাদিকদের হিজাব পরার নির্দেশনা দেন।

تبصرہ ارسال

You are replying to: .