۶ اردیبهشت ۱۴۰۳ |۱۶ شوال ۱۴۴۵ | Apr 25, 2024
হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস নাজাফী
হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস নাজাফী

হাওজা / নবীকন্যা হযরত ফাতেমা যাহরা (সাঃআঃ) এর শাহাদাত উপলক্ষে বাংলা নওহা, নওহাটি লিখেছেন হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস নাজাফী সাহেব কিবলা।

কবি: হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদ আব্বাস নাজাফী

যাহরা... যাহরা... যাহরা... যাহরা...

কেঁদে কেঁদে বলে আমার মাওলা আলী

ফতেমার পরে একা হয়ে গেছি (২বার)

ইয়া যাহরা ইয়া যাহরা

(১)

আমাকে ছেড়ে চলে গিয়েছো তুমি

কেমন ভাবে থাকবো তোমার বিনা আমি

### ২ বার###

কেঁদে কেঁদে ডাকে তোমাকে এই আলী

চলে এসো যাহরা ও নবীর জননী

(২)

ছোট্ট ছোট্ট বাচ্চাদের কে খাওয়াবে

এই কথা ভেবে আলী কাঁদিতেছে

### ২ বার###

চলে এসো যাহরা বাচ্চাদের কাছে

নিজে চোখে দেখতে পারছিনা আমি

(৩)

তোমার কষ্ট আমাকে কেনো বলোনি

ভূল কী এমন করেছে এই আলী

### ২ বার###

বহু কষ্ট সহ্য করেছো যে তুমি

তোমার কথা মনে করে কাঁদিতেছি

(৪)

দিতে গোসল যাহরার কেঁদেছে আলী

আর কেঁদে কেঁদে বলেছে আলী

### ২ বার###

শরীরের সব হাড় ভেঙে গিয়েছে

কেমন ভাবে বেচেঁ ছিলো নবীর বেটি

(৫)

আলী কেঁদে কেঁদে বলে হাত তুলে

ও নবী ক্ষমা করে দাও আমাকে

বহু কষ্ট সহ্য যাহরা করেছে

তাকে মদত করিতে পারেনি আলী

(৬)

যাহরার মাজারে যায় ইমাম আলী

মাজারে গিয়ে কাঁদে মাওলা আলী

বাঁচ্চারা কাঁদিতেছে চলে এসো তুমি

তাদের কে কোলে নাও ও আমার দুখিনী

(৭)

চলো জাহিদ,মনিরুল জান্নাতুল বাকীতে

গিয়ে করবো আমরা মার্সিয়া সেখানে

কাঁদিবো আর বলিবো ও নবীর বেটি

আজও কাঁদিতেছো ও ফাতেমা তুমি

تبصرہ ارسال

You are replying to: .