۱۰ فروردین ۱۴۰۳ |۱۹ رمضان ۱۴۴۵ | Mar 29, 2024
আবি আবদুল্লাহ (আঃ)
আবি আবদুল্লাহ (আঃ)

মাওলামা গোলাম মুস্তাফা নাজাফী

عن أبي عبداللّه عليه السلام قال: إنّ اللّه خلق العقل فقال له: أقبل فأقبل، ثمّ قال له: أدبر فأدبر، ثمّ قال له: وعزّتي وجلالي ما خلقت شيئا أحبُّ إليَّ منك، لك الثواب وعليك العقاب.

* المحاسن، ج۱، ص۱۹۲ ؛

* بحار الأنوار، ج۱، ص۹۶ .

আবি আবদুল্লাহ (আঃ) হতে বর্ণিত:-

তিনি বলেছেন:- আল্লাহ বুদ্ধি সৃষ্টি করে তাকে বললেন, আগে গ্রহণ করুন, অগ্রসর হলেন, তার পর তাকে বললেন, পিছিয়ে যাও, ফিরে গেল, তারপর আল্লাহ তাআলা বলেন:- "আমার পরাক্রম ও মহিমার কসম, আমার নিকট তোমার চেয়ে প্রিয় সৃষ্টি নাই, তোমার মাধ্যমে পুরস্কৃত হবে, এবং তোমার মাধ্যমে শাস্তি (যন্ত্রণা) দেওয়া হবে।

আল- মহাসিন খন্ড ১ পৃ ১৯২

বেহারুল আনওয়ার খন্ড ১ পৃ ৯৬

تبصرہ ارسال

You are replying to: .