۱۰ فروردین ۱۴۰۳ |۱۹ رمضان ۱۴۴۵ | Mar 29, 2024
মুহাম্মদ মুনীর হুসাইন খান
মুহাম্মদ মুনীর হুসাইন খান

হাওজা / এ রাত ( বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে শুক্রবার রাত ) অত্যন্ত মর্যাদাসম্পন্ন সম্মানিত রজনী। এ রাতের ফযীলত সংক্রান্ত প্রচুর অগণিত হাদীস বিদ্যমান ।

মুহাম্মদ মুনীর হুসাইন খান

(১৩ রমযান ১৪৪৩ হি)

এ রাত ( বৃহস্পতিবার দিবাগত রাত হচ্ছে শুক্রবার রাত ) অত্যন্ত মর্যাদাসম্পন্ন সম্মানিত রজনী। এ রাতের ফযীলত সংক্রান্ত প্রচুর অগণিত হাদীস বিদ্যমান ।

১. শুক্রবার রাত জাগরণ :

হাদীস অনুযায়ী শুক্রবার রাতটা দুআ ও নামায পড়ার মাধ্যমে জাগার চেষ্টা করা । আর পুরো রাত জাগরণ সম্ভব না হলে মুমিনগণ সামর্থ্য অনুযায়ী এ রাতের অংশ বিশেষ জাগরণ করবে । এ রাতে মুমিন গণ মন্দ ( খারাপ ও হারাম ) ও মাকরূহ আমল থেকে বিরত থাকবে । ( অবশ্য এ সব কাজ থেকে সকল রাত ও দিবসেও বিরত থাকতে হবে । ) আর এ রাতে কবিতা পাঠ ও আবৃত্তি মাকরূহ ।

২. এ রাতে মুমিনদের জন্য তাদের নাম সহ মহান আল্লাহর কাছে দুআ করা মুস্তাহাব ।

৩. নিম্নোক্ত সূরা সমূহ তিলাওয়াত করা : সূরা -ই বনী ইসরাইল , সূরা -ই কাহ্ফ্ , তিন ত্বাসীন সূরা , সূরা -ই সিজদাহ , সূরা -ই লুকমান , সূরা -ই স্বদ্ , সূরা-ই হা মীম আস সিজদাহ , সূরা-ই দুখান এবং সূরা -ই আল - ওয়াকিয়াহ

৪. দুআ -ই কুমাইল পাঠ

৫. মিসবাহ গ্রন্থে শেখ তূসী বর্ণিত জুমার রাতের দুআ পাঠ ইত্যাদি।

تبصرہ ارسال

You are replying to: .