۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
হযরত ইমাম হাসান ( আ.)
হযরত ইমাম হাসান ( আ.)

হাওজা / হযরত ইমাম হাসানের ( আ.) হির্য্ ( তাবীয বা রক্ষাকবচ ) বিপদাপদ ও বালামুসিবৎসমূহ থেকে।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

حرز امام حسن مجتبی(علیه السلام) برای حفظ از خطرات و بلاها:

হযরত ইমাম হাসানের ( আ.) হির্য্ ( তাবীয বা রক্ষাকবচ ) বিপদাপদ ও বালামুসিবৎসমূহ থেকে :

«اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِمَكَانِكَ وَ مَعَاقِدِ عِزِّكَ وَ سُكَّانِ سَمَاوَاتِكَ وَ أَنْبِيَائِكَ وَ رُسُلِكَ أنْ تَسْتَجِیبَ لِی فَقَدْ رَهِقَنِي مِنْ أَمْرِي عُسْرٌ، اللّهمَّ إنّي أَسْأَلُكَ أَنْ تُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ وَ أَنْ تَجْعَلَ لِي مِنْ عُسْرِي يُسْرا.ً»

অর্থ : হে আল্লাহ ! নিশ্চয়ই আমি আপনার সম্মানিত মাকান ( পবিত্র মর্যাদা ও মর্তবা ) , আপনার পরাক্রমশালিতা , মহিমা ও শক্তির বহি:প্রকাশস্থলসমূহের ওয়াসীলায় , আপনার আসমান সমূহের বাসিন্দাদের ওয়াসীলায় এবং আপনার সকল নবী ও রাসূলের ওয়াসীলায় আমার প্রার্থনা ও দুআয় সাড়া দেয়ার জন্য আপনার কাছে আবেদন করছি । কারণ , কঠিন বিষয় ( ও দু:খ - কষ্ট ) আমার নিত্য সঙ্গী হয়ে গেছে ।

হে আল্লাহ ! আমি আপনার কাছে হযরত মুহাম্মদ ( সা.) ও তাঁর পবিত্র আলের ( আহলুল বাইত-আ- ) উপর দরুদ ও সালাৎ প্রেরণের জন্য এবং আমার দু:খ - কষ্ট লাঘব ও আসান ( সহজ ) করে দেয়ার জন্য ( একান্ত বিনীত) আবেদন ও অনুরোধ করছি ।

দ্র : আনীসুয্ যাকিরীন্ , পৃ : ২০৬

تبصرہ ارسال

You are replying to: .