۵ اردیبهشت ۱۴۰۳ |۱۵ شوال ۱۴۴۵ | Apr 24, 2024
ইমাম সাদিক (আ:)
ইমাম সাদিক (আ:)

হাওজা / ইমাম সাদিক (আ:) বলেন, তোমার দ্বীনী ভাইকে সন্তুষ্ট ও খুশী করো তাহলে মহান আল্লাহও তোমাকে সন্তুষ্ট ও খুশী করবেন ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

১. ইমাম সাদিক্ব ( আ.) এক অনুসারীকে চিঠিতে লিখেছিলেন: বিসমিল্লাহির রাহমানির রাহিম।

তোমার দ্বীনী ভাইকে সন্তুষ্ট ও খুশী করো তাহলে মহান আল্লাহও তোমাকে সন্তুষ্ট ও খুশী করবেন ।

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ . سُرَّ أَخَاکَ یَسُرُّکَ اللّٰهُ .

দ্র : আল্ - ওয়াসায়েল , খ : ১৬ , পৃ : ৩৫৩

২. ইমাম সাদিক্ব (আ) : যে ব্যক্তি স্বীয় মুমিন ভাইকে নরম মিষ্টি মধুর আনন্দদানকারী ( বিষন্নতা দূরকারী ) কথা বলার মাধ্যমে সম্মানিত অথবা তার প্রয়োজন পূরণ অথবা তার কষ্ট দূর করবে ( মহান আল্লাহর ) রহমত তার ওপর ব্যাপক ছায়া বিস্তার করে রাখবে।

مَنْ أَکْرَمَ أَخَاهُ الْمُؤْمِنَ بِکَلِمَةٍ یُلْطِفُهُ بِهَا أَوْ قَضَیٰ لَهُ حَاجَةً أَوْ فَرَّجَ عَنْهُ کُرْبَةً لَمْ یَزَلِ الرَّحْمَةُ ظِلّاً عَلَیْهِ مَمْدُوْدَاً

(দ্র: শেখ সাদূক্ব্ প্রণীত ইলালুশ শারায়ে' খ: ৪ )

تبصرہ ارسال

You are replying to: .