۱۵ مهر ۱۴۰۳ |۲ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 6, 2024
অভিনব বই প্রকাশ
অভিনব বই প্রকাশ

হাওজা / বইটির নামঃ 'ইমাম মাহদী (আঃ)-এর অদৃশ্যকালে আমাদের কর্তব্য'

রির্পোটঃ মুস্তাক আহমদ

আজ, ২৫-শে জুন পশ্চিমবঙ্গের হাসনাবাদ এলাকার সরনিয়া কারবালায় প্রকাশিত হলো একটি অভিনব বই ৷

বইটির নামঃ 'ইমাম মাহদী (আঃ)-এর অদৃশ্যকালে আমাদের কর্তব্য'

অনুবাদ করেছেন, জনাব মওলানা মাসুম আলী গাজি সাহেব ৷ প্রকাশিত করেছেন 'আঞ্জুমান-এ-৭২ শহীদান-এ-কারবালা'র প্রেসিডেন্ট জনাব মওলানা ফিরোজ যাইদী সাহেব ৷

ইমাম মাহদী (আঃ) এর গায়েবতকালে আমরা কী করবো সেই প্রশ্নকে সামনে রেখে বইটি রচিত হয়েছে ৷ মূল বই রচনা করেছেন মির্জা মহঃ তক্বী মুসাভী আল ইসফাহিনী সাহেব ৷

লেখক বইটাতে ইমাম মাহদী আঃ এর মারেফতসহ মুসলমানদের কর্তব্য কি কি ...তা উল্লেখ করেছেন ৷

সরনিয়া কারবালায় ইমান খোমেনী হলে বইটি প্রকাশ করেন এই বাংলার সম্মানিত উলামাগণ

تبصرہ ارسال

You are replying to: .