۳۱ فروردین ۱۴۰۳ |۱۰ شوال ۱۴۴۵ | Apr 19, 2024
সর্বশক্তিমান আল্লাহর প্রথম সৃষ্টি
সর্বশক্তিমান আল্লাহর প্রথম সৃষ্টি

হাওজা / মহানবী (সা.) একটি রেওয়ায়েতে সর্বশক্তিমান আল্লাহর প্রথম সৃষ্টির কথা উল্লেখ করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত হাদীসটি "কান্জুল উম্মাল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটির পাঠ্য নিম্নরূপ:

মহানবী (স:) বলেছেন:

إنَّ أوَّلَ ما خَلقَ اللّه ُ القَلَمُ ، فقالَ لَهُ : اكْتُبْ ، قالَ : يا رَبِّ ، و ما ذا أكتُبُ؟ قالَ: اكْتُبْ مَقادِيرَ كلِّ شيءٍ حتّى تَقومَ السّاعةُ

আল্লাহ তায়ালা সর্বপ্রথম যে জিনিস সৃষ্টি করেছিলেন সেটি হল কলম। আল্লাহ তায়ালা তাকে বললেন, লিখ; কলম বলল, হে প্রভু, কি লিখব? তখন আল্লাহ বললেন: কেয়ামত পর্যন্ত যা ঘটবে তা লিখে রাখ।

(কান্জুল উম্মাল: ১৫১১৬)

تبصرہ ارسال

You are replying to: .