হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আমিরুল মু'মিনিন আলী ইবনে আবু তালিব (আ.) বলেছেন,
ألْمُؤْ مِنُ يَكُونُ صادِقاً فى الدُّنْيا... وَ حَرَكَتُهُ بِالْأدَبِ و كلامُهُ بِالنَّصيحَةِ وَ مَوْعِظَتُهُ بِالرِّفْقِ، لايخافُ اِلاَّ اللّه َ.
(মুমিন ব্যক্তির মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য বিদ্যমান, যথা:)
১. পৃথিবীতে একজন মুমিন সৎ ও সত্যবাদী
২. তার চলাফেরা ভদ্র ও নমনীয়
৩. তার বক্তৃতা (নসিয়ত ও পরামর্শ) মঙ্গলমূলক
৪. তার নসিয়ত ও পরামর্শ আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ
৫. তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।
[জামি'য়্যুল আখবার: পৃষ্ঠা- ২১৫, হাদীস- ৫৩২]