রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, খবর : ট্রাফিগুরা বলছে : লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার সমূহ ভিন্ন রুটে প্রেরণ ও চালনা করার কারণে ৪•৫ % কার্বন নিঃসরণ বৃদ্ধি পাবে এ বছর । ( দ্রঃ ট্রেডউইন্ডনিউজ.কম ) (ট্রাফিগোরা )
এ খবর সংক্রান্ত কিছু কথা :
ইয়ামানীদের দাবি মেনে নিলে অর্থাৎ গাযায় ইসরাইলের বর্বর আগ্রাসন , গণহত্যা ও যুদ্ধ বন্ধ করলেই তো তখন ইয়ামানও ইসরাইলের উম্ম রাশরাশ ( ইলাত ) বন্দরে যাতায়াতকারী সামুদ্রিক জাহাজে আক্রমণ চালাবে না । এ কাজটা কেন মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) ও পশ্চিমা দেশগুলো করতে পারছে না ? এটা করলেই তো এ সমস্যার সমাধান হয়ে যাবে এবং দীর্ঘ পথ তখন পাড়ি দিতে হবে না , বাড়তি জ্বালানি তেল পুড়বে না এবং অতিরিক্ত কার্বনও নিঃসরণ হবে না বায়ু মণ্ডলে । লোহিত সাগর সংকট তো গাযায় ইসরাইলের আক্রমণ, আগ্রাসন , গণহত্যা , যুদ্ধাপরাধ ও অন্যায় অবরোধের কারণে। কিন্তু মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) ও যুরা (যুক্তরাজ্য) ইসরাইলের এ সব অপকর্ম ও যুদ্ধাপরাধ বন্ধ না করে বরং ৮ মাস ধরে ইয়ামানে আগ্রাসন ও আক্রমণ চালিয়ে লোহিত সাগর সংকটকে আরো তীব্র করেছে ও তাতে ঘৃতাহুতি দিয়েছে।
লোহিত সাগর সংকটের জন্য প্রকৃত ও মূল দায়ী ও দোষী হচ্ছে ইসরাইল , মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা ( যুক্তরাজ্য) ও পশ্চিমা দেশগুলো। এরাই বিশ্বের শান্তি নষ্ট করছে ও বিশ্বব্যাপী ফিতনা ফাসাদ - অব্যাহত ছড়িয়ে দিয়েছে ও তা অব্যাহত রেখেছে। অথচ এরা নিজেদেরকে মুসলিহ ( শান্ত স্থাপনকারী ও সংস্কারক বা সংস্কারবাদী ) বলে জাহির করে।
এই বাড়তি কার্বন নিঃসরণের কারণে বায়ু দূষণ ও প্রকৃতি দূষণের জন্যও দায়ী : ১. পশ্চিমারা বিশেষ করে মাযুরা (মার্কিন যুক্তরাষ্ট্র) , ২. যুরা ( যুক্তরাজ্য) এবং ৩. সকল ফিৎনা - ফাসাদ , বিশৃঙ্খলা , দুর্নীতি ও অপরাধের উৎস্য ইসরাইল!
সুতরাং বাড়তি কার্বন নিঃসরণের দায়দায়িত্ব ইয়ামানের ওপর বর্তায় না বরং এর দায়দায়িত্ব কেবল মাযুরা ( মার্কিন যুক্তরাষ্ট্র) , যুরা (যুক্তরাজ্য) , পশ্চিমা দেশগুলো ও ইসরাইলের ওপর বর্তায়।