হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশের শত্রুরা তাদের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে নিজেদের শক্তিকে অতিরঞ্জিত করে প্রচার করছে।
তিনি গত বুধবার তেহরানে ইরানের ‘কোহকিলুয়ে ও বুয়ের-আহমাদ’ প্রদেশের শহীদদের জাতীয় কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
সর্বোচ্চ নেতা বলেন, ইরানের শত্রুরা সব সময় এদেশের নাগরিকদের মনে আতঙ্ক তৈরি করে সামরিক দিক দিয়ে ইরানকে পিছু হটতে বাধ্য করার চেষ্টা করেছে। তিনি বলেন, “ইসলামি বিপ্লবের বিজয়ের পর থেকে তারা আমাদের জনগণের মনে এই ভয় ধরিয়ে দেয়ার চেষ্টা করেছে যে, আমাদেরকে সব সময় আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদীদের ভয় করে চলতে হবে।”
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “বিশ্বের যেসব দেশ আধিপত্যকামী শক্তিগুলোর দাবি-দাওয়ার কাছে আত্মসমর্পণ করেছে তারা যদি তাদের নিজস্ব সক্ষমতা ও জনগণের ওপর নির্ভর করে এবং শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে না দেখে তাহলে তারা আধিপত্যকামীদের দাবি-দাওয়াকে অকার্যকর করে দিতে পারবে।”
সর্বোচ্চ নেতা আরও বলেন, “সাংস্কৃতিক ক্ষেত্রে শত্রুর শক্তিকে অতিরঞ্জিত করে দেখার ফলাফল হলো নিষ্ক্রিয়তার অনুভূতি, শত্রুর সংস্কৃতির প্রতি আকৃষ্ট হওয়া এবং নিজের সংস্কৃতিকে খাটো করা।” তিনি বলেন, “এই ধরনের নিষ্ক্রিয়তার ফলাফল হলো অন্যের জীবনধারাকে গ্রহণ করা, এমনকি নিজেদের কথাবার্তা ও আচরণে বিদেশি শব্দ ও অভিব্যক্তি ব্যবহার করা।”
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “ইরানের বীর শহীদগণ শত্রুর এসব সামরিক ও সাংস্কৃতিক আগ্রসনের কাছে আত্মসমর্পণ করেননি এবং তাদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই ভূখণ্ডে আমাদেরও আত্মসমর্পণ করার কোনো অধিকার নেই।”