হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমোদন দেওয়ার বিষয়ে মস্কো জানিয়েছে, পশ্চিমারা আগুন নিয়ে খেলছে। তাছাড়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানানো হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
গত ৬ আগস্ট সীমান্ত দিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশের পর হামলা শুরু করে ইউক্রেনীয় বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ার মাটিতে এটি সবচেয়ে বড় হামলা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ বলেছেন, পশ্চিমারা ইউক্রেন যুদ্ধের তীব্রতাকে আরও বাড়াতে চায়। তিনি বলেন, আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি- যে আগুন নিয়ে খেলা চলছে তা খুবই বিপজ্জনক।
ল্যাভরভ বলেন, আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্যকিছু চিন্তা না করেই ধরে নেয় যে, এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।
ল্যাভরভ মূলত তার এই কথা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত করেন এবং পাশাপাশি আমেরিকাকে হুঁশিয়ার করে দেন যে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকা তার বাইরে থাকবে না, অর্থাৎ তারাও আক্রান্ত হবে।
উল্লেখ্য যে, ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি এও বলেছেন যে রাশিয়া যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সংঘাত চায় না।
সূত্র: রয়টার্স