۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
আমেরিকা ইসরায়েলের ধ্বংস ঠেকাতে পারবে না: ইরানের সেনাপ্রধান 
ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি

হাওজা / হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকে ‘উপযুক্ত’ জবাব দেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলকে ‘উপযুক্ত’ জবাব দেয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি।

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর প্রতি ইঙ্গিত করে জেনারেল বাকেরি দৃঢ় প্রত্যয়ে বলেন, আমেরিকার বর্তমান সামরিক শক্তি তার পাঁচ বছর আগের শক্তির সঙ্গে তুলনাযোগ্য নয়। মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না।

তিনি বুধবার তেহরানে এক বক্তব্যে এ প্রত্যয় জানান। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের একটি গেস্ট হাউজে ইহুদিবাদী ইসরায়েল নিজের গুপ্তচরদের মাধ্যমে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার পরই ইরান তেল আবিবকে কঠোর শাস্তি দেয়ার হুমকি দিয়েছে।

জেনারেল বাকেরি বলেন, ইহুদিবাদী ইসরাইল বর্তমানে চরম নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজের ধ্বংস ঠেকানোর জন্য যেকোনো ধরনের পাশবিকতা চালাতে প্রস্তুত রয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী চিফ অব স্টাফ বলেন, ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে ইসরাইল নিজের অস্তিত্ব নিয়ে আতঙ্কের মধ্যে পড়ে যায়। এখন গাজা উপত্যকায় তেল আবিব যে বেপরোয়া গণহত্যা চালাচ্ছে তা ওই আতঙ্কের ফসল বলে তিনি মন্তব্য করেন। জেনালে বাকেরি বলেন, একই কারণে ইসরাইল হামাস নেতা হানিয়াকে গুপ্তহত্যা চালিয়ে শহীদ করেছে।

تبصرہ ارسال

You are replying to: .