۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
ইরানে প্রথমবারের মতো নিয়োগ পেল নারী মুখপাত্র
ফাতেমেহ মোহাজেরানি

হাওজা / ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। তিনি হলেন ফাতেমেহ মোহাজেরানি।

বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে নিয়োগ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরান টাইমসের তথ্যমতে, ১৯৭০ সালে আরাক শহরে জন্মগ্রহণ করেন ফাতেমেহ মোহাজেরানি। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

এর আগে, ১১তম সরকারে শরীয়তি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (নারীদের জন্য) বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ইরানের বর্তমান প্রেসিডেন্টকে সংস্কারপন্থি হিসেবে ভাবা হয়। তার হাত ধরেই দেশটির ইতিহাসে প্রথমবারের মতো নারী মুখপাত্র নিয়োগ হলো।

تبصرہ ارسال

You are replying to: .