হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল্লাহ তাআলার ইবাদতের পরেই পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। বৈধ কাজে নির্দেশ পালনে পিতার আনুগত্য করা সন্তানের জন্য ওয়াজিব।a
ইমাম রেজা (আ.) বলেন, “পিতার আনুগত্য করো ও তাঁর সঙ্গে ভালো আচরণ করো (ও তাঁর সেবা ও কল্যাণে নিয়োজিত থাকো), তাঁর সঙ্গে বিনম্র ও নতজানুসুলভ আচরণ করো, তাঁকে সম্মান ও শ্রদ্ধা করো এবং তাঁর সামনে নিজের কণ্ঠস্বর নিচু রাখো।”
[ফিকহুল রিযা (আ.), পৃষ্ঠা- ৩৩৪]
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের পিতা-মাতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বাড়িয়ে দিক, তাদের প্রতি দায়িত্বশীল সন্তান হিসেবে কবুল করুক। আমিন ইয়া র'ব্বাল আলামিন।