হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "গেরারুল-হিকাম" বই থেকে উদ্ধৃত হয়েছে।
হাদীসটি নিম্নরূপ:
আমীরুল মুমিনীন (আ.) বলেছেন:
عِندَ فَسادِ النِّیةِ تَرتَفِعُ البَرَکةُ
নিয়ত খারাপ হলে বরকত শেষ হয়ে যায়। (গেরারুল-হিকাম, হা. ৬২২৮)