۲۳ آذر ۱۴۰۳ |۱۱ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 13, 2024
haldia
মাওলানা মজিদুল ইসলাম শাহ

হাওজা / পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া অঞ্চলের কুমার গ্রামে আরবাঈন উপলক্ষে শোকানুষ্ঠান সম্পন্ন হল

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 'কুমারপুর পাঁচতারা ওয়েলফেয়ার সোসাইটির" পরিচালনায় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শহরের সন্নিকটে ভবানীপুর থানার অন্তর্গত কুমার গ্রামে আজ বাদ জোহর আরবাঈন উপলক্ষে শোকানুষ্ঠান সম্পন্ন হল৷
কারবালার শহীদ সম্রাট হযরত "ইমাম হুসাইন(আ.)-এর শাহাদতের আরবাঈন উপলক্ষে
উক্ত অনুষ্টানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইরানের কোম শহরে অবস্থিত আল মুস্তাফা ইউনির্ভাসিটি'র ছাত্র ও হাউজা নিউজের রির্পোটার জনাব মওলানা মজিদুল ইসলাম সাহেব, কলিকাতায় অবস্থিত বঙ্গবাসী কলেজের প্রাক্তন প্রফেসার জনাব হায়দার হাসান কাজমী সাহেব, 'কলমযোদ্ধা' পুরস্কার প্রাপ্ত কবি ও লেখক জনাব গুলশান সাহেব, হাওড়ার মহাদেবপুর জামা মসজিদের ইমাম মওলানা আবুল হাসান সাহেব এবং কুমারপুর জামা মসজিদের ইমাম মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব৷
সমগ্র অনুষ্টান পরিচালনায় ছিলেন 'সত্যের পথে' পত্রিকার সম্পাদক মুস্তাক আহমদ৷
পরিশেষে ভবানীপুর থানার সম্মানিত পুলিশের সহযোগিতায় হলদিয়া হাই রোড়ে ছ'কিলোমিটার একটি শোকযাত্রারও আয়োজন করা হয়৷

تبصرہ ارسال

You are replying to: .