۲۴ آذر ۱۴۰۳ |۱۲ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 14, 2024
মুসলিম ঐক্যই হবে ইসরায়েলি সন্ত্রাসবাদের মূলোৎপাটনের চাবিকাঠি: পেজেশকিয়ান
ইরাকের প্রেসিডেন্ট আব্দুল রশিদ লতিফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

হাওজা / ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন।

হওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে একটি যৌথ ইউনিয়ন গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য পশ্চিমা নিষেধাজ্ঞা বানচাল করতে সহায়তার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ মূলোৎপাটনের চাবিকাঠি হিসেবে কাজ করবে।"

প্রেসিডেন্ট পেজেশকিয়ান পরস্পর ঐক্য ও বন্ধুত্ব তৈরীতে মুসলিম দেশগুলোর মধ্যে সীমানা নির্মূল করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন যা ইউরোপীয় ইউনিয়নের মতো জোট গঠনের দিকে এগিয়ে নেবে।

গতকাল (বুধবার) রাজধানী বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা আরো বাড়ানোর দিকে মনোযোগ দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই প্রেক্ষাপটে তিনি বিশেষজ্ঞ কমিটি গঠনের আহ্বান জানান যা দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধিতে কাজ করতে পারে।

বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট রশিদ লতিফ পেজেশকিয়ানের সফরকে স্বাগত জানান এবং ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্মৃতির প্রতি সম্মান জানান। গত মে মাসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় তারা শহীদ হন।

তিনি দুই দেশের মধ্যে আরো চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের ঘটনাকে স্বাগত জানান এবং আর্থিক বিনিময়েরে ক্ষেত্রে ডলার বাদ দেয়ার প্রচেষ্টা জোরদার করার কথা বলেন।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার সময় ইসলামী প্রজাতন্ত্রের ভৌগোলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা করেন। গত ৩১ জুলাই হানিয়াকে তেহরানে গুপ্ত হামলার মাধ্যমে শহীদ করে ইসরায়েল।

تبصرہ ارسال

You are replying to: .