হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইহুদীবাদী ইসরায়েলকে ‘সিদ্ধান্তমূলক’ শাস্তি দেয়া এখন তেহরানের জন্য অবশ্যম্ভাবী বিষয়ে পরিণত হয়েছে।
তিনি গতকাল (রোববার) মন্ত্রিসভার এক বৈঠকে ইহুদীবাদী বাহিনীর হাতে লেবাননের হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের কঠোর নিন্দা জানান। আমেরিকার সরবরাহ করা বাঙ্কার-বাস্টার বোমা নিক্ষেপ করে সাইয়্যদ নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পেজেশকিয়ান বলেন, এই অপরাধযজ্ঞ প্রমাণ করেছে যে, ইহুদীবাদী অপরাধী চক্র কোনো আন্তর্জাতিক আইন বা রীতিনীতি মেনে চলতে বাধ্য নয়।
তিনি বলেন, ইসরায়েলের অপরাধযজ্ঞ গ্রহণযোগ্য নয় এবং এসব অপরাধের অবশ্যই জবাব দেয়া হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, অতীত অভিজ্ঞতায় দেখে গেছে, কোনো স্বাধীনতাকামী আন্দোলনকে ওই আন্দোলনের প্রথম সারির নেতাদের হত্যা করে নির্মূল করা যায়নি; বরং নিপীড়ন ও অন্যায়-বিরোধী আন্দোলনের ঝাণ্ডা হাতে তুলে নেয়ার জন্য ডজনের পর ডজন মানুষ সামনে এগিয়ে এসেছে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের ব্যাপারে নীরবতা অবলম্বন করে আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা তেল আবিবকে আরো বেশি অপরাধ করতে উৎসাহিত করছে। পশ্চিম এশিয়া অঞ্চলে ইসরায়েলি পাশবিক আগ্রাসন বন্ধ করতে সকল আরব ও মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।