۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
জেনারেল আমির আলী হাজিজাদে সর্বোচ্চ পদে ভূষিত হলেন
জেনারেল আমির আলী হাজিজাদে'কে সর্বোচ্চ পদক দ্বারা ভূষিত করেছেন ইরানের সুপ্রিম লিডার রাহাবার আয়াতুল্লাহ  সৈয়দ আলী খামেনেয়ী। 

হাওজা / জেনারেল আমির আলী হাজিজাদে'কে সর্বোচ্চ পদক দ্বারা ভূষিত করেছেন ইরানের সুপ্রিম লিডার রাহাবার আয়াতুল্লাহ  সৈয়দ আলী খামেনেয়ী। 

রিপোর্ট: মুস্তাক আহমদ


হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আই. আর. জি. সি'র জেনারেল আমির আলী হাজিজাদে'কে সর্বোচ্চ পদক দ্বারা ভূষিত করেছেন ইরানের সুপ্রিম লিডার রাহাবার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী।

গত ১-লা অক্টোবর, ইসরাইলের বিরুদ্ধে ইরান গত মঙ্গলবার যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার নেতৃত্বে ছিলেন এই জেনারেল আলী হাজিজাদেহ,
অ্যারো স্পেস ডিভিশনের সফলতার স্বীকৃতিস্বরূপ সুপ্রিম লিডার রাহাবার নিজ হাতে "ফাতাহ" বা "বিজয়" পদকে ভূষিত করেন৷

এছাড়া, গতকাল এই জেনারেল বলেছেন, খুব শিগগিরি ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র বা নিউক্লিয়ার প্রযুক্তি থেকে বেশি কিছু প্রযুক্তি টেবিলে হাজির করবেন।

এখন প্রশ্ন হচ্ছে- নিউক্লিয়ার বোমার থেকে বেশি কিছু কী, তবে সেটা এখনও পরিস্কার নয়৷
পরিস্কার না হলে আমরা বিশ্বমহল আশাবাদী ইরান ভালো কিছু করবে ও ইহুদীবাদী ইজরাঈল'কে যোগ্য জবাব দেবে৷
ইজরাঈলের এই জুলুম বিশ্বকে যতটা অশান্ত করেছে, ইরান তার বিপরীতে বিশ্বের আর্থ সামাজিক ও দেশের সঙ্গের দেশে সৌভ্রাত্ব আবার নতুন করে গড়ে তোলার দিকে এগিয়ে যাবে৷

تبصرہ ارسال

You are replying to: .