হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, লেবাননে ইহুদীবাদী বাহিনীর নির্বিচার হত্যা ও ধ্বংসযঙ্গের কারণে সর্বাত্মক যুদ্ধ বেধে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি আশংকা প্রকাশ করে বলেছেন, লেবাননের সেই যুদ্ধ গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।
জাতিসংঘের মহাসচিব গুতেরেস যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, লেবাননে আমরা একটি পূর্ণ-মাত্রার ধ্বংসাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছি, তবে এখনও তা বন্ধ করার সুযোগ রয়েছে।
তিনি পরিস্থিতির অবনতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করে বলেন, ইসরায়েলি বাহিনী লেবাননের সীমান্তবর্তী ব্লু লাইন অতিক্রম করে সাম্প্রতিক আগ্রাসন চালিয়েছে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ ও ১৫৫৯ নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন।
জাতিসংঘ মহাসচিব আরো বলেন, জর্দান নদীর পশ্চিম তীরের পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছে। এখন লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা গোটা অঞ্চলের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে বলে তিনি মন্তব্য করেন।
গুতেরেস আরো বলেন, বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন যাদের দেড় হাজারই নিহত হয়েছেন গত সপ্তাহে। তিনি বলেন, এরইমধ্যে লেবাননে নিহতের সংখ্যা ২০০৬ সালের যুদ্ধের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
এদিকে লেবানন কর্তৃপক্ষ বলেছে, ইসরাইলি হামলা থেকে বাঁচতে দক্ষিণ লেবাননের ১০ লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এদের মধ্যে তিন লাখ মানুষ সিরিয়ায় পালিয়ে গেছেন।