হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আল-জাজিরা জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলীয় এলাকায় বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সরকার।
ইহুদিবাদীরা অধিকৃত গোলান থেকে দামেস্কের ‘আলমাজা’ আবাসিক এলাকায় তিনটি রকেট নিক্ষেপ করে।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় এ হামলা চালানো হয়। এ হামলায় অনেক শিশু ও নারীও শহীদ ও আহত হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।
ইহুদিবাদীদের এই আগ্রাসী হামলায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বেসামরিক নাগরিকদের বাঁচানোর চেষ্টাও চলছে।