হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হিজবুল্লাহ প্রধান শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ ও লেবাননের শহীদের স্মরণে হোসাইনি ট্রাস্ট শিয়া জামে মসজিদ ইমামবাড়িতে জুমার নামাজের পর এক মজলিস ও শোক সভার আয়োজন করা হয়েছে | উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আগা শাহাবুদ্দিন মাসায়াখী সাহেব , ইরানের রাষ্টদূত , ইরানিয়ান কালচার কনস্যুলার সৈয়দ রেজা মীরমোহাম্মাদি ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মাওলানা আলী মুরতাজা সাহেব | এছাড়া হোসাইনি ট্রাস্টের চেয়ারম্যান রাশেদ হায়দার সাহেব, সেক্রেটারি নাসির হোসাইন, মেহ্দী ইমাম, ফিরোজ হোসাইন ও লাডলা সাহেব সহ মোহাম্মদপুরের শিয়া মোমেনীন |
আয়োজনে
হোসাইনি ট্রাস্ট
শিয়া জামে মসজিদ মোহাম্মাদপুর ঢাকা বাংলাদেশ |