হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইহুদিবাদী সরকারের সেনাপ্রধান দক্ষিণ হাইফা এলাকার গোলানী সামরিক ক্যাম্পে হিজবুল্লাহ লেবাননের ড্রোন হামলাকে মারাত্মক ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ তথ্য জানিয়েছে ইহুদিবাদী সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান গতকাল রাতে হিজবুল্লাহর হামলায় গোলানি সামরিক ঘাঁটি পরিদর্শন উপলক্ষে একথা বলেন, আমরা যুদ্ধের মধ্যে আছি এবং অধিকৃত ফিলিস্তিনের অভ্যন্তরে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে হামলা গুরুতর এবং এর পরিণতি বেদনাদায়ক।
রবিবার রাতে হিজবুল্লাহ লেবানন দক্ষিণ হাইফার বিনয়ামিনা এলাকায় ইহুদি সরকারের গোলানী সামরিক ক্যাম্পে ড্রোন হামলা চালায়, যার ফলস্বরূপ ইহুদিবাদীদের স্বীকারোক্তি অনুযায়ী, চার সেনা নিহত এবং ১১০ জন আহত হয়। যদিও কিছু সূত্র বলছে যে ১৫ জন জায়নবাদী সেনা নিহত হয়েছে।