۱۹ آذر ۱۴۰۳ |۷ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 9, 2024
গাদীরে খুমে প্রকাশিত "বেলায়ত-এ-আলী" অস্বীকারকারী কাফের
গাদীরে খুমে প্রকাশিত "বেলায়ত-এ-আলী" অস্বীকারকারী কাফের

হাওজা / শুধু ইজরাঈল জালেম না, বা শুধু ইয়াজিদ জালিম নয়, বরং পবিত্র কোরআনে আরও অনেকে জালেম আছে৷

লেখা: মুস্তাক আহমদ

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পবিত্র কোরআনের সুরা যুমার, ৩২ নাম্বার আয়াতে আল্লাহ উল্লেখ করেছেনঃ

فَمَنۡ اَظۡلَمُ مِمَّنۡ كَذَبَ عَلَی اللّٰهِ وَ كَذَّبَ بِالصِّدۡقِ اِذۡ جَآءَهٗ ؕ اَلَیۡسَ فِیۡ جَهَنَّمَ مَثۡوًی لِّلۡكٰفِرِیۡنَ ﴿۳۲﴾فمن اظلم ممن كذب علی الله و كذب بالصدق اذ جآءهٗ الیس فی جهنم مثوی للكفرین ﴿۳۲﴾
সুতরাং তার চেয়ে অধিক যালিম আর কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে? জাহান্নামেই কি কাফিরদের আবাসস্থল নয়?

শুধু ইজরাঈল জালেম না, বা শুধু ইয়াজিদ জালিম নয়, বরং পবিত্র কোরআনে আরও অনেকে জালেম আছে৷
আসুন একটি হাদিস অধ্যায়ন করি৷ যেখানে প্রমানিত হবে জালেমের পরিচয়৷

ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত গ্রন্থ, হাদিস নাম্বারঃ ৬৯৪১, আন্তর্জাতিক নাম্বারঃ ৭৪৪৯
৬৯৪১। উবায়দুল্লাহ ইবনু সা’দ ইবনু ইবরাহিম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাত ও জাহান্নাম উভয়টি স্বীয় প্রতিপালকের কাছে অভিযোগ করল। জান্নাত বলল, হে আমার প্রতিপালক! আমার ব্যাপারটি কি হলো যে তাতে শুধু নিঃস্ব ও নিম্ন শ্রেনীর লোকেরাই প্রবেশ করবে। এদিকে জাহান্নামও অভিযোগ করল অর্থাৎ আপনি শুধুমাত্র অহংকারীদেরকেই আমাতে প্রাধান্য দিলেন।

আল্লাহ জান্নাতকে লক্ষ্য করে বললেনঃ তুমি আমার রহমত। জাহান্নামকে বললেনঃ তুমি আমার আযাব। আমি যাকে চাইব, তোমাকে দিয়ে শাস্তি পৌছাব। তোমাদের উভয়কেই পূর্ণ করা হবে। তবে আল্লাহ তা’আলা তার সৃষ্টির কারো উপর যুলম করবেন না। তিনি জাহান্নামের জন্য নিজ ইচ্ছানুযায়ী নতুন সৃষ্টি পয়দা করবেন। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নাম বলবে, আরো অতিরিক্ত আছে কি? জাহান্নামে আরো নিক্ষেপ করা হবে, তখনো বলবে, আরো অতিরিক্ত আছে কি? এভাবে তিনবার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তাঁর কদম (পা) জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ন হয়ে যাবে। তখন জাহান্নামের একটি অংশ আরেকটি অংশকে এই উত্তর করবে যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে ষথেষ্ট হয়েছে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

আল্লাহর 'পা' আছে এবং আল্লাহর সেই পা কে জাহান্নামে নিক্ষেপ করার মধ্য দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলা হয়েছে ৷ এভাবে বহু স্থানে আল্লাহ'র নামে মিথ্যা কথা বলা হয়েছে৷ —সুরা যুমার ৩২ নাম্বার আয়াতের পরিপ্রেক্ষিতে সে জালেম৷

এবার আসি সত্য আসার পর অস্বীকার করাকে কাফের বলা হয়ঃ
গাদীরে খুমে আল্লাহ পাক সুরা মায়েদার ৬৭ নাম্বার আয়াত নাজিল করেন এবং সেই নির্দেশে আল্লাহর রসুল (সঃ) মওলা আলী (আঃ)-এর হাত তুলে ধরে তাঁর বেলায়তের ঘোষণা করেন৷

কিন্তু সেই গাদীরে খুমে ঘোষিত বেলায়তে আলী'কেও অস্বীকার করা হয়েছে৷
আর সুরা যুমার ৩২ নাম্বার আয়াতের শেষে আল্লাহ বলছেনঃ "তার কাছে সত্য আসার পর তা অস্বীকার করে? জাহান্নামেই কি কাফিরদের আবাসস্থল নয়?"

—তাহলে প্রমানিত হলোঃ গাদীরে খুমের মত কোরআনিক সত্যকে অস্বীকারকারী অবশ্যই কাফের ও কাফের জাহান্নামে গমন করবে৷

تبصرہ ارسال

You are replying to: .