۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
অভাব ও দুঃখ-দুর্দ্দশা কাটাতে ইমাম বাকির (আ.)’র ৫টি নসিহত
অভাব ও দুঃখ-দুর্দ্দশা কাটাতে ইমাম বাকির (আ.)’র ৫টি নসিহত

হাওজা / অভাব ও দুঃখ-দুর্দ্দশা কাটাতে এবং আত্মিক ও আধ্যাত্মিক অধঃপতন থেকে মুক্তি পেতে ইমাম মুহাম্মাদ বাকির (আ.) এর নসিহতের উপর আমল করুন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, অভাব ও দুঃখ-দুর্দ্দশা কাটাতে এবং আত্মিক ও আধ্যাত্মিক অধঃপতন থেকে মুক্তি পেতে ইমাম মুহাম্মাদ বাকির (আ.) নিম্নোক্ত ৫টি গুরুত্বপূর্ণ ও চিন্তাযোগ্য নসিহত করেছেন!

ইমাম মুহাম্মাদ বাকির (আ.) বলেন,

مَنْ كَذَبَ ذَهَبَ جَمَالُهُ وَ مَنْ سَاءَ خُلُقُهُ عَذَّبَ نَفْسَهُ وَ كَثُرَتْ هُمُومُهُ وَ مَنْ تَظَاهَرَتْ عَلَيْهِ اَلنِّعْمَةُ فَلْيُكْثِرْ مِنَ اَلشُّكْرِ وَ مَنْ كَثُرَتْ هُمُومُهُ فَلْيُكْثِرْ مِنَ اَلاِسْتِغْفَارِ وَ مَنْ أَلَحَّ عَلَيْهِ اَلْفَقْرُ فَلْيَقُلْ لاَ حَوْلَ وَ لاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ اَلْعَلِيِّ اَلْعَظِيمِ.

১. যে মিথ্যা বলে, তার (শারীরিক ও আত্মিক) সৌন্দর্য হ্রাস পায়; এবং

২. যে বদ আখলাকের অধিকারী (অর্থাৎ মানুষের সাথে খারাপ আচরণ ও দুর্ব্যবহার করে), সে নিজের রুহকে কষ্ট দেয় এবং তার দুর্দ্দশা বৃদ্ধি পায়; এবং

৩. যে অঢেল নিয়ামত ও সম্পদের অধিকারী হয়েছে/হবে, তার উচিত বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা; এবং

৪. যার দুঃখ-কষ্টের শেষ নেই, তার উচিত বেশি বেশি ইস্তেগফার (তওবা) করা; এবং

৫. যার অভাব-অনটন ও দুর্দশা শেষ হয় না, তার বেশি বেশি পাঠ করা উচিত- ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম’

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের রাসুলুল্লাহ (সা.) তাঁর পবিত্র আহলে বাইতের (আ.) আদর্শিক ও নির্দেশিত পথে চলার এবং তাঁদের একান্ত অনুগত অনুসারী হওয়ার তাওফিক দান করুক।

تبصرہ ارسال

You are replying to: .