হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, যুদ্ধবিরতির জন্য গাজা যুদ্ধের ইতি টানাকে শর্ত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রতিরোধ আন্দোলনটি বলেছে, হামাসের সাথে যেকোনো যুদ্ধবিরতির আলোচনায় বসতে হলে গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে।
রোববার (৮ ডিসেম্বর) সিয়াসত ডেইলির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডস একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে এক বন্দী বলছেন, যেকোনো মূল্যেই হোক, যেন গাজার সাথে একটি বন্দীবিনিময় চুক্তি করা হয়।
ভিডিওতে তিনি নেতানিয়াহুকে লক্ষ্য করে আরো বলেন, আমি আজ ৪২০ ধরে বন্দী। শুনেছি, বন্দীদের মুক্তি করতে আপনি নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন। আপনি নাকি ঘোষণা দিয়েছেন, যে আমাদেরকে মুক্ত করে নিরাপদে দেশে নিতে পারবে, তাকে আপনি পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন।
তিনি আরো বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ আমাদেরকে অবহেলাই করে চলেছে। আমি আশা করি যে এই পরিস্থিতি পরিবর্তনে আপনি যা পারেন, সব করবেন এবং আমিসহ অন্য বন্দীদেরকে নিরাপদ, সুস্থ ও জীবিত অবস্থায় ফিরিয়ে নেবেন।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ওই বন্দীর মা হলেন ঈনাভ জাংগাউকার। তিনি বন্দীদের মুক্তির সংগ্রামের বিশিষ্ট কর্মী। তিনি হামাসের সাথে বন্দীবিনিময় চুক্তিকে অগ্রসর করার জন্য ইসরায়েলি সরকারের চাপ সৃষ্টি করে যাচ্ছেন।
হামাসের ভিডিওটি প্রকাশের পর তেল আবিবে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখান ঈনাভ জাংগাউকার নেতানিয়াহুকে সম্বোধন করে বলেন, মাতান বেঁচে আছে। কিন্তু এর অর্থ এই নয় যে সে শীত বা সামরিক চাপ থেকে বেঁচে গেছে। সেজন্য মাতানসহ সবাইকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেজন্য শিগগির একটি যুদ্ধবিরতি সম্পন্ন করা হোক। সেজন্য যদি যুদ্ধেরও ইতি টানতে হয়, সেটিও করতে হবে।
সূত্র: সিয়াসত ডেইলি