۲۱ آذر ۱۴۰۳ |۹ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 11, 2024
ইমাম রেজা (আ.)’র দৃষ্টিতে মুমিনের ৩টি বৈশিষ্ট্য
ইমাম রেজা (আ.)’র দৃষ্টিতে মুমিনের ৩টি বৈশিষ্ট্য

হাওজা / কুরআন ও হাদীসে মুমিনের নানান বৈশিষ্ট্য আলোকপাত করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কুরআন ও হাদীসে মুমিনের নানান বৈশিষ্ট্য আলোকপাত করা হয়েছে। ইমাম রেজা আলাইহিস সালাম মুমিনের বৈশিষ্ট্য করতে গিয়ে ৩টি প্রধান ও গুরুত্বপূর্ণ আলামত তুলে ধরেছেন!

ইমাম রেজা আলাইহিস সালাম বলেন,

اَلْمُؤمِنُ اِذا غَضِبَ لَمْ يُخْرِجْهُ غَضَبُهُ عَنْ حَقٍّ، وَ اِذا رَضِىَ لَمْ يُدْخِلْهُ رِضاهُ فى باطِلٍ، وَ اِذا قَدَرَ لَمْ يَأْخُذْ اَكْثَرَ مِنْ حَقِّهِ.

১. যদি কোনো মুমিন রাগান্বিত হয়, তার রাগ তাকে সত্য ও ন্যায় থেকে বিচ্যুত করে না, এবং

২. যদি সে সন্তুষ্ট ও আনন্দিত হয়, তার সন্তুষ্টি ও আনন্দ তাকে মিথ্যা ও অন্যায়ের দিকে পরিচালিত করে না, এবং

৩. যদি সে ক্ষমতাবানও হয়, তবুও তার অধিকারের চেয়ে বেশি গ্রহণ করে না (অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে সুবিধা আদায় করে না)।

[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৫, পৃষ্ঠা- ৩৫৫]

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের মুমিন মুসলমান হিসেবে কবুল করুক।

تبصرہ ارسال

You are replying to: .