۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
আক্বদে উখুওয়্যাত
আক্বদে উখুওয়্যাত

হাওজা / 'ঈদ আকবার, ঈদে গাদীর' উপলক্ষে সবাইকে জানাই সুভেচ্ছা ও মুবারকবাদ।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মাদ (স:) বেশ কয়েকটি মোবারকময় উপলক্ষে তাঁর সাহাবীদের মধ্যে 'আক্বদে উখুওয়্যাত' সম্পন্ন করেছিলেন; আর সেই নূরানী উপলক্ষগুলির একটি হচ্ছে "মোবারকময় ঈদে গাদির"।

এই ইলাহী দিবসে 'আক্বদে উখুওয়্যাত' সম্পন্ন করার জন্য সুপারিশ করা হয়েছে।

এই আধ্যাত্মিক আক্বদ নিম্নলিখিত নিয়মে সম্পন্ন করতে হয়:

প্রতেক মুমিন ব্যক্তি ডান হাতটি তার মুমিন ভাইয়ের ডান হাতের উপর রাখবে এবং বলবে:

«وَاخَیْتُکَ فِی اللَّهِ وَ صَافَیْتُکَ فِی اللَّهِ وَ صَافَحْتُکَ فِی اللَّهِ‏»

وَ عَاهَدْتُ اللَّهَ وَ مَلاَئِکَتَهُ وَ کُتُبَهُ وَ رُسُلَهُ وَ أَنْبِیَاءَهُ وَ الْأَئِمَّةَ الْمَعْصُومِینَ عَلَیْهِمُ السَّلاَمُ‏

عَلَی أَنِّی إِنْ کُنْتُ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَ الشَّفَاعَةِ وَ أُذِنَ لِی بِأَنْ أَدْخُلَ الْجَنَّةَ لاَ أَدْخُلُهَا إِلاَّ وَ أَنْتَ مَعِی‏

আমি আল্লাহর জন্য তোমার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছি ও আল্লাহর জন্য তোমার সাথে সহমর্মিতা করেছি এবং আল্লাহর জন্য তোমার হাতে হাত দিয়েছি, আর আমি আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ এবং তাঁর গ্রন্থসমূহ, তাঁর রাসূলগণ ও নবীগণ এবং নিষ্পাপ ইমামগণ আলাইহিমুস সালাম এর সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি; এই মর্মে যে, যদি আমি বেহেশতসী ও শাফাআতের অধিকারী হই এবং আমাকে বেহেশতে প্রবেশের অনুমতি দেওয়া হয় তবুও তুমি ব্যতীত সেখানে প্রবেশ করব না।

অতঃপর তাঁর মুমিন ভাই বলবে:

"قَبِلْتُ‏" কবুল করলাম

অতঃপর বলতে হবে:

أَسْقَطْتُ عَنْکَ جَمِیعَ حُقُوقِ الْأُخُوَّةِ مَا خَلاَ الشَّفَاعَةَ وَ الدُّعَاءَ وَ الزِّیَارَةَ

আমি তোমার কাছ থেকে শাফা'আত, দোয়া ও যিয়ারত ব্যতীত ভ্রাতৃত্বের অন্যান্য সকল অধিকার বিলুপ্ত  করলাম।

تبصرہ ارسال

You are replying to: .