হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ২০১৫ সালের ১৩ ডিসেম্বর নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী ইমাম হুসাইন (আ)'র শাহাদাতের শোক অনুষ্ঠানে হামলা চালিয়ে প্রায় দুই হাজার নাইজেরিয় শিয়া মুসলমানকে হতাহত করে।
ওই হামলায় শেখ জাকজাকি মারাত্মকভাবে আহত হন এবং আঘাতের কারণে তার একটি চোখ বিনষ্ট হয় এবং অন্যটিও প্রায় অচল হওয়ার উপক্রম হয়েছে।
এরপর থেকে শেখ জাকজাকিকে কারাগারে অত্যন্ত শোচনীয় অবস্থায় রেখে তাকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সেবা থেকেও বঞ্চিত করা হয়।
শেখ জাকজাকির বিরুদ্ধে এক গাদা মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে সেসবের ব্যাপারে জোর করে তাঁর স্বীকারোক্তি আদায়ের ব্যাপক চেষ্টা করা হলেও তিনি ধৈর্য ও দৃঢ়তা বজায় রেখে নিজ অবস্থানে অবিচল থেকেছেন। ফলে শেখ জাকজাকি এখন ধৈর্য ও প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছেন।