রিপোর্ট: মুস্তাক আহমদ
হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ছবি'র ডানদিকে 'আলী খামেনাঈ' আর বামদিকে 'আলী সিসতানী'৷ দুজনের একটি পরিচিত নামঃ 'আলী'
ডানদিকে যিনি আছেন উনার পুরো পরিচয়, - রাহাবার মার্জা এ তাকলিদ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাঈ (দাঃ)৷ এবং ছবির বাম দিকে যিনি আছেন মার্জা-এ-তাকলিদ আয়াতুল্লাহ সৈয়দ আলী সিসতানী (দাঃ)৷
দু'জনের নাম, - 'আলী'৷ এশিয়া মহাদেশের মধ্যে এ যাবত জ্ঞান বিজ্ঞানসহ সর্বক্ষেত্রে সবথেকে সব দিকদিয়ে জ্ঞানী, বিচক্ষণ দুই ব্যক্তির মূলত পরিচয় 'আলী'৷ আসলে আলী নামটিই সম্মানজনক নাম৷
এই মুহুর্তে বিশ্বে তিন পরাশক্তি আছে, কাফের আমেরিকা৷ মুসরেক ইজরাঈল ও মুনাফেক আলে সৌদি৷ এই তিন শয়তানের বিরুদ্ধে উল্লেখিত দুই 'আলী' মুমিনদের ঘিরে রেখেছেন, মুসলমানদের হেফাজত করছেন, এবং অপরদিকে বিশ্বের সমগ্র পরাশক্তিদের সর্বদিকে সর্বক্ষেত্রে জব্দ করে রেখেছেন৷
এখন প্রশ্ন হলো এই দুই যুগশ্রেষ্ট মহান
'আলী' কিসের আলো ??
জবাব হলোঃ এই দুই যুগশ্রেষ্ট মহান 'আলী' কারবালার শিক্ষার বিকশিত আলো৷
----------------------------
শিক্ষা (কারবালা)
আসলে গোটা বিশ্ব 'আলী'-ময়৷ কারবালাতেও বহু 'আলী' ছিলেন৷
—হযরত আলী আসগার
—হযরত আলী আকবর
—হযরত আলী ইবনে হুসাইন
—হযরত আব্বাস ইবনে আলী