۸ اردیبهشت ۱۴۰۳ |۱۸ شوال ۱۴۴۵ | Apr 27, 2024
আল্লাহ
আল্লাহ

হাওজা / শত কোটি দরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তাঁর পবিত্র বংশধারা আহলে বাইত (আ:) গণের উপর।

হাওজা নিউজ বাংলা এজেন্সির রিপোর্ট অনুযায়ী, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামীনের জন্য:

আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু

সব মানুষে বোঝে না তো তোমারই লীলা

তুমি নূরে মোহাম্মদ প্রথম সৃষ্টি করিয়া

সর্বশেষ রাসুল রূপে প্রেরণ করিলা

সব মানুষে বোঝে না তো তোমারই লীলা

পরে আলে মোহাম্মদ তুমি সৃষ্টি করিয়া

পূত ও পবিত্র বলে ঘোষণা দিলা

সব মানুষে বোঝে না তো তোমারই লীলা

তুমি মোহাম্মদকে শ্রেষ্ঠ রাসুল করিয়া

তার প্রতি কুরআন মাজীদ নাযিল করিলা

সব মানুষে বোঝেনা তো তোমারই লীলা

তার আহলে বাইতকে শ্রেষ্ঠ উম্মত করিয়া

আল-কুরআনের ধারক-বাহক তাদের করিলা

সব মানুষে বোঝে না তো তোমারই লীলা

তুমি ইমাম আলী কে মুমিনদের মাওলা করিয়া

মা ফাতেমা কে মা জাতীর নেত্রী করিলা

সব মানুষে বোঝেনা তো তোমারই লীলা

তুমি ইমাম হাসান কে জান্নাতের নেতা করিয়া

ইমাম হোসাইন কে শহীদদের নেতা করিলা

সব মানুষে বোঝে না তো তোমারই লীলা ।

অতঃপর শত কোটি দরূদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তাঁর পবিত্র বংশধারা আহলে বাইত (আ:) গণের উপর।

আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ ওয়া আর্জিল ফারাজাহুম।

লেখক: মোহাম্মদ হোসাইন, সদস্য সচিব বাংলাদেশ ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এবং সেক্রেটারি, পবিত্র কুরআন ও আহলে বাইত শিক্ষা কেন্দ্র, চাঁপাই নবাবগঞ্জ।

تبصرہ ارسال

You are replying to: .