হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সূত্রের মতে, বিস্ফোরণে নিহতের সংখ্যা একশ'র বেশি এবং আহতের সংখ্যা দুই শতাধিক।
হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন।।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেছেন, সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণের কারণে অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় বাসিন্দরা বলেছেন, জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে মসজিটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে।
বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তিও। জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে।