হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিজেদের মুসলমান ভাবতে হবে এ প্রসঙ্গে আজ থেকে ৪২বছর পূর্বে হযরত আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ) বলেছিলেনঃ লা সুন্নী, লা শিয়া ! ইসলামিয়া ইসলামিয়া ৷"
অর্থাৎ তিনি বলতে চেয়েছেন এই গুরুত্বপূর্ণ কথা যে, ...কোন সুন্নী নেই, কোন শিয়া নেই, বরং যা আছে তা হলো ইসলাম ৷ আর আমরা জানি ইসলামকে যে পূর্ণ মেনে চলে তাকে মুসলমান বলে ৷
এখন প্রশ্ন এসে যাবে 'পূর্ণ ইসলাম' কাকে বলে ??
এই পূর্ণ ইসলাম কাকে বলে এর জবাবে অবশ্যই বলা যেতে পারে, পূর্ণ ইসলাম হলোঃ "পবিত্র কোরআন ও নবীপাকের আহলে বাইতগণ"দের তসলিম করা, মেনে নেওয়া, মহব্বত করা, মুয়াদ্দাত করা, মোদ্দা কথা অনুসরণ করা ৷
বিপ্লবের মাধ্যমে অভিনব উপায়ে ইসলামিক পরিভাষায় অন্তর্জাতিক ভাবে এই পয়গম হযরত আয়াতুল্লাহ সৈয়দ খোমেনী (রহঃ) দিয়েছিলেন ৷
সেই জন্য তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেনঃ "আমার সমস্ত শিক্ষা কারবালা থেকে নেওয়া ৷"
.....আর এর মধ্যেই যত শিক্ষা, যত কামিয়াব ও নাজাত লুকিয়ে আছে ৷ আর এই কারবালার পথেই দুনিয়া শত্রুদের পরাজয় লুকিয়ে আছে ৷ বরং ইসলামের শত্রুদের নাকাম করার উপায় হচ্ছে নবীপাকে আহলে বাইতের মর্যাদাকে বুলন্দ করা, যেটা শত্রুরা ১৪০০ বছর ধরে করতে দেয় নি ৷ কারবালার পথকে সুগম করা যেটা ১৪০০ বছর ধরে শত্রুরা করতে দেয়নি, বরং বাঁধা দিয়ে আসছে ৷
কিন্তু দুঃখের বিষয় আজ দু'চারটি ভন্ড জন্ম নিয়েছে, যারা বন্ধু সেজে ইমাম খোমেনীর পথ ভুলিয়ে দিয়ে নিজের ব্যক্তিস্বার্থ সামনে রেখে ফেতনা সৃষ্টি করছে, এর ফলে আমাদের উপরে ইসলামের শত্রুরা শক্তিশালী হয়ে তামাছা করছে ৷ ইসলামের শত্রুরা বলছেঃ আজান থেকে "আলীউন ওলীউল্লাহ তুলে দিতে হবে ৷" শত্রু এও বলছেঃ "হযরত আলী, হাসান হুসাইনের নামের সঙ্গে আলাইহিসা সালাম বলা বা লেখা যাবে না"
ইসলামের শত্রু রীতিমত আইন আনতে চায়ছে ৷
তাই আমাদের রাহাবার-এ-মোয়াজ্জাম আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী বলেছেনঃ "আমরা যদি ইমাম খোমেনীর পথ'কে হারিয়ে ফেলি বা ভুলে যাই, অথবা ইচ্ছাকৃতভাবে তা থেকে দূরে সরে যাই, তাহলে শত্রুদের থেকে আমরা তামাচা খাবো ৷"
আর সত্যিই আমরা শত্রুদের হাতে তামাচা খাচ্ছি ৷ ইসলামের শত্রুর কতটা সাহস জন্মেছে যে, সে ইয়াজিদের নামে রাদিআল্লাহু আনহু নারা লাগাচ্ছে প্রকাশ্যে ৷
.........এটা তামাচা নয়তো আর কী ??
রচনাঃ মুস্তাক আহমদ (সত্যের পথে)
দ্রষ্টব্য: হাওজা নিউজে প্রকাশিত সমস্ত নিবন্ধ লেখকদের ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে। হওজা নিউজের নীতি লেখকের মতামতের সাথে একমত হওয়া জরুরী নয়।