۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
হুজ্জাতুল ইসলাম জনাব মেহেদী মাহদাবীপুর
হুজ্জাতুল ইসলাম জনাব মেহেদী মাহদাবীপুর

হাওজা / হুজ্জাতুল ইসলাম জনাব মেহেদী মাহদাবীপুর প্রতিনিধি ওয়ালী-এ-ফকিহ ভারত নিজের বক্তব্যে বলেন,আল্লামা ইবনে আলী ওয়ায়েজ হাবীব ইবনে মাযাহিরের উদাহরণ ছিলেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উপমহাদেশের বিখ্যাত আলেম ও খতিব আল্লামা ইবনে আলী ওয়ায়েজের চল্লিশার মজলিস তাঁর জন্মস্থান শিয়া নগর রেজিটি হাপুর জেলায় অনুষ্ঠিত হয়।

 মজলিস তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে বিভিন্ন আলেম ও বুদ্ধিজীবীরা আল্লামার ব্যাপক ব্যক্তিত্বের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং তাঁর ব্যক্তিত্বকে তাদের নিজস্ব বলে বর্ণনা করেন। মাওলানা সৈয়দ সাঈদ আল হাসান নাকভী মাওলানাকে নজিরবিহীন প্রশিক্ষক হিসেবে বর্ণনা করেন এবং তার প্রশংসা করেন।

মাওলানা কোমায়েল আসগর জায়দী বলেন, আল্লামা ইবনে আলী ওয়ায়েজ একজন অতুলনীয় পরামর্শদাতা ও শিক্ষকের পাশাপাশি চমৎকার ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।

পরে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম জনাব মেহেদী মাহদাবীপুর প্রতিনিধি ওয়ালীয়ে ফকিহ ভারত।

মজলিস শেষে ওয়ালীয়ে ফকিহের প্রতিনিধি আল্লামা ইবনে আলী ওয়ায়েজর প্রকাশিত দুটি গ্রন্থ ও একটি বিশেষ সংখ্যা পেশ করেন যাতে বিপুল সংখ্যক আলেম ও মুমিনগণ অংশগ্রহণ করেন। দুপুরের নামাজের পর বক্তব্য রাখেন মাওলানা নাজিম আলী ওয়ায়েজ তিনি মজলিসে আল্লামাকে আল্লাহর নেয়ামত হিসেবে আখ্যায়িত করে তার সর্বাত্মক সেবার কথা তুলে ধরে বলেন, আমাদের জাতি একজন মহান আলেম ও পরামর্শদাতাকে হারালো।

تبصرہ ارسال

You are replying to: .