۷ آذر ۱۴۰۳ |۲۵ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 27, 2024
চাকরী ছেড়ে দিনমজুরী করছেন
চাকরী ছেড়ে দিনমজুরী করছেন

হাওজা / যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এমন অবস্থায় পরিবারের সদস্যদের খাদ্য যোগান ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে অনেকেই চাকরী ছেড়ে দিনমজুরসহ ছোট কাজে মনোনিবেশ করছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এমন অবস্থায় পরিবারের সদস্যদের খাদ্য যোগান ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে অনেকেই চাকরী ছেড়ে দিনমজুরসহ ছোট কাজে মনোনিবেশ করছেন।

ফারজানা আইয়ুবি তাদেরই একজন। পেশায় ছিলেন সাংবাদিক। ক্ষমতার পালাবদলে দেশটিতে বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। চাকরী হারিয়ে অসহায় অসংখ্য সাংবাদিক। সেইসঙ্গে নারীদের কাজ করার বিষয়টিও জটিল আকার ধারণ করেছে আফগানিস্তানে। ফারজানা আইয়ুবি এমন এক পরিস্থিতির শিকার হয়ে চাকরী হারিয়ে এখন রাস্তার ধারে দাঁড়িয়ে পণ্য বিক্রি করছেন।

জীবিকার তাগিদেই এমন করতে হচ্ছে জানিয়ে ফারজানা বলেন, তালেবান ক্ষমতায় যাওয়ার পর অনেক গণমাধ্যম বন্ধ হয়েছে। অনেক সাংবাদিক চাকরী হারিয়েছে। তারা নারীদের কোনো কাজ করতে দেবে না। তাই বাধ্য হয়েই রাস্তার পাশে পণ্য বিক্রি করছি।

এমন পরিস্থিতি থেকে উদ্ধারে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, যারা গণমাধ্যমের পরিস্থিতি পর্যালোচনা করেন, তাদের উচিত আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনা করা এবং দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া।

تبصرہ ارسال

You are replying to: .