۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
হযরত আলী ইবনে আবি তালিব (আঃ)
হযরত আলী ইবনে আবি তালিব (আঃ)

হাওজা / হযরত আলী ইবনে আবি তালিব (আঃ) সম্পর্কে মহানবী (সাঃ)-এর হাদীস (আহলে সুন্নাতের বিভিন্ন নির্ভরযোগ্য হাদীস গ্রন্থ থেকে সংকলিত)

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস কানযুল উম্মাল, মুখতাসারু তারীখে দামেস্ক -ইবনে মাঞ্জুর পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ

إنَّ الْمَلَائِِكَةَ صَلَّتْ عَلَيَّ و عَلَي عَلِيٍّ سَبعَ سِنِيْنَ قَبْلَ أَنْ يُسْلِمَ بَشَرٌ.

কোনো মানুষ মুসলমান হওয়ার সাত বছর পূর্ব থেকেই ফেরেশতারা আমার এবং আলীর ওপর দরূদ পাঠাতো।

(কানযুল উম্মাল ১১: ৬১৬/৩২৯৮৯, মুখতাসারু তারীখে দামেস্ক -ইবনে মাঞ্জুর ১৭:৩০৫)

تبصرہ ارسال

You are replying to: .