হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, রোববার ইরান সফররত কিরগিজস্তানের নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান তালাতবেক মাসাদিয়াকভের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। কিরগিজিস্তানের এ কর্মকর্তা তিন দিনের জন্য ইরান সফরে গেছেন।
বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ইরান ও কিরগিজিস্তানের দ্বিপক্ষীয় স্বার্থ নিয়েও তারা কথা বলেন। এছাড়া, তেহরান ও বিশকেকের মধ্যে বিশেষ করে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক খাতে সম্পর্ক আরো গভীর ও জোরদার করার উপায় নিয়েও দুই কর্মকর্তা আলোচনা করেন।
আফগান পরিস্থিতি সম্পর্কে আলী শামখানি বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযান ও ২০ বছরের দখলদারিত্বের কারণে দেশটিতে সংকট তৈরি হয়েছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সব নৃগোষ্ঠীর সমন্বয়ে অংশগ্রহণমূলক সরকার গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।