হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পর্ব ৩- আমার প্রিয় আব্বাজান জবাবে তাঁকে বললেন, "হে আমার ভাই, আমার উত্তরাধিকারী! তোমাকে আসার অনুমতি দেয়া হলো"। এরপর হযরত আলী(আঃ)ও আবার মধ্যে ঢুকলেন।
অতঃপর আমি আবার নিকটে গিয়ে বললাম, " প্রিয় আব্বাজান, ভেতরে আপনাদের সান্নিধ্যে আসার জন্য আমাকে অনুমতি দেবেন কি"? তিনি জবাবে বললেন, "প্রিয় কন্যা! আমার হৃদয়ের টুকরো! তোমার উপর শান্তি বর্ষিত হোক। তোমাকেও এখানে আসার অনুমতি দিলাম"। আমিও আবার ভেতরে ঢুকে পড়লাম।
অতঃপর যখন আমরা সকলে আবার নিচে একত্র হলাম তখন আমার স্নহশীল পিতা আবার দুই কোণা জড়িয়ে ধরলেন। তারপর ডান হাত আকাশের দিকে তুলে ধরে বললেন, " হে আল্লাহ্! এরাই আমার আহলে বাইত। এরা আমার বিশ্বস্ত সুহৃদ এবং আমার সমর্থক৷ এদের দেহের মাংস আমার দেহের মাংসের মতই। তাঁদের দেহের রক্ত আমার দেহের রক্তের মতই। যা তাদেরকে আঘাত দেয় তা আমাকেও আঘাত দেয়। যা তাদেরকে চিন্তাক্লিষ্ট করে তা আমাকেও চিন্তাক্লিষ্ট করে, যে তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয় আমিও তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হই। যে তাঁদের সাথে শত্রুতা পোষন করে, সে আমার সাথেই শত্রুতা পোষন করে। যে তাদের বন্ধু সে আমারও বন্ধু। কারণ তাঁরা আমারই আর আমিও তাঁদেরই।"
হে আল্লাহ্! তোমার শান্তি, অবদান ও দয়া, রহমত, ক্ষমা এবং তোমার সন্তুষ্টি আমার প্রতি ও তাদের প্রতি বর্ষন কর। তাদের থেকে অপবিত্রতা দুরে রাখ এবং তাদেরকে যথাযথভাবে পবিত্র কর"।
তখন সর্ব শক্তিমান আল্লাহ্ রাব্বুল আলামীন বললেন, "হে ফেরেস্তাগণ! হে আকাশের বাসিন্দারা, আমি এই সুদৃঢ় নভোমন্ডল, সুপ্রসস্ত পৃথিবী, আলোকিত চাঁদ, প্রজ্জলিত সূর্য, ঘুর্ণায়মান গ্রহমন্ডলী, উত্তাল মহা সাগর সমূহ, ভাসমান তরণীসমূহ এবং অন্য সকল বস্তু সৃষ্টি করেছি একমাত্র এই পাঁচ ব্যক্তির ভালবাসার খাতিরে যাঁরা এই আবার ভেতরে অবস্থান করছে"।
এ কথা শুনে জিবরাইল (আঃ) জিজ্ঞেস করলেন, " হে প্রভু! এই আবার ভেতরে কারা রয়েছেন"? আল্লাহ জবাবে বললেন, "তাঁরা হলো মহানবীর আহলে বাইত এবং রেসালাতের সম্পদ বিশেষ। তাঁরা হলো, ফাতিমা, তাঁর পিতা, তাঁর স্বামী এবং তাঁর দুই পুত্র"।...চলবে...
নিবেদক- মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ।