۱۶ مهر ۱۴۰۳ |۳ ربیع‌الثانی ۱۴۴۶ | Oct 7, 2024
News ID: 376005
6 جنوری 2022 - 16:43
মাওলানা সৈয়দ কাসিম রেজা রিজভী
মাওলানা সৈয়দ কাসিম রেজা রিজভী

হাওজা / আইয়ামে ফাতিমীয়া উপলক্ষে সরনিয়া কারবালায় মজলিস আয়োজন করা হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন মাদ্রাসা আসকারিয়ার প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ কাসিম রেজা রিজভী সাহেব কিবলা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আইয়ামে ফাতিমীয়া উপলক্ষে উত্তর ২৪ পরগনার সরনিয়া কারবালায় মজলিস পড়ছেন মাদ্রাসা আসকারিয়ার প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ কাসিম রেজা রিজভী সাহেব কিবলা।

উক্ত মজলিসে তিনি ফাতেমা যাহরা (সাঃ) জীবনী সংক্ষেপে তুলে ধরলেন। এবং শেষে হযরত ফাতেমা জাহরার (সা:) মাসায়েব দ্বারা মজলিস সমাপ্ত হয়।

تبصرہ ارسال

You are replying to: .