۱۶ اردیبهشت ۱۴۰۳ |۲۶ شوال ۱۴۴۵ | May 5, 2024
হযরত ফাতিমার ( আ.)
হযরত ফাতিমার ( আ.)

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

জান্নাতের নারীদের নেত্রী হযরত ফাতিমার ( আ.) দু'আ:

اَللّٰهُمَّ ذَلِّلْ نَفْسِيْ فِيْ نَفْسِيْ وَ عَظِّمْ

شَأْنَكَ فِيْ نَفْسِيْ وَ أَلْهِمْنِيْ طَاعَتَكَ

وَالْعَمَلَ بِمَا يُرْضِيْكَ وَ التَّجَنُّبَ لِمَا

يُسْخِطُكَ يَا أَرْحَمَ الرَّاحِمِيْنَ

হে আল্লাহ , আমার নফসের ( সত্ত্বা বা অন্তর ) কাছে আমার নফসকেই অবনত ( বিনম্র ,ছোট , ক্ষুদ্র ও বশীভূত অর্থাৎ যলীল ) করে দিন ; আর আপনার শা'ন ( মাকাম ও মর্যাদা ) আমার অন্তরে বড় ও মহান ( আযীম্ ) করে দিন ; আমাকে আপনার আনুগত্য করা , যা আপনাকে সন্তুষ্ট করে তা আঞ্জাম দেওয়া এবং যা আপনাকে অসন্তুষ্ট করে তা থেকে বিরত ও দূরে থাকার অনুপ্রেরণা ও উৎসাহ দিন , হে সর্বশ্রেষ্ঠ দয়ালু ( ইয়া আরহামার রাহিমীন ) ।

সূত্র : আ'য়ানুশ শী'আ , খ : ১ , পৃ : ৩২৩ ; শেখ আব্বাস কুম্মী প্রণীত নেগহী বে যেন্দেগী এ চাহরদাহ মা'সূম ( আ.) , পৃ : ৭৮

تبصرہ ارسال

You are replying to: .