۱۷ اردیبهشت ۱۴۰۳ |۲۷ شوال ۱۴۴۵ | May 6, 2024
চক্ষু পরীক্ষা শিবির
সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

হাওজা / উলুবেড়িয়ায় হতে চলেছে... " সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির... ও সম্পূর্ণ বিনামূল্যে চসমা বিতরণ শিবির"

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উলুবেড়িয়ায় হতে চলেছে... " সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির... ও সম্পূর্ণ বিনামূল্যে চসমা বিতরণ শিবির"

মরহুম সেখ আবদুর রসিদ আমার পিতা ৷ উনি আহলে বাইতের পথে আন্তরিক ছিলেন এবং আহলে বাইতের মিশন'কে সমাজে প্রচারের জন্য এবং সমাজকে শিক্ষিত করার লক্ষ্যে শিশু শিক্ষার প্রতিষ্টান অর্থাৎ স্কুলের ভবন নির্মানের জন্য এক টুকরো জমি দান করে যান ৷

সেই জমিটিতে আজ একটি স্কুল নির্মিত হয়েছে এবং দীর্ঘ ১০ বছর ধরে ঐ স্কুল থেকেই আহলে বাইতের প্রচারের লক্ষ্যে অন্ধকার সমাজকে আলোকিত করতে বিভিন্ন অভিনব সেমিনার, মাযহাবী অনুষ্টান, মহররমের মজলিশসহ, শিশু শিক্ষার শিক্ষামূলক অনূষ্টান হয়ে আসছে৷

মরহুম আবদুর রসিদ সাহেবের স্বপ্ন বাস্তবে প্রতিফলিত করছেন তারই বংশের লোকেরা ও কিছু শুভাঙ্খি আন্তরিক মানুষ ৷

২০১৭ সালের ২০-ই মার্চ কলকাতা পি.জি হাসপাতালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরলোকে চলে যান ৷

সেই উপলক্ষ্যে প্রতি বছর এই চক্ষু পরীক্ষা শিবির হয়ে আসছে তারই আত্মার শান্তি কামনায় ৷

এ বছরও যথারীতি এই মহতি সমাজ সেবামূলক কাজে হাত দিয়েছে 'চ্যানেল সত্যের পথে' গ্রুপ৷

এ বছর ২২-শে মার্চ ২০২২, তারিখে এই মহতি চক্ষু পরীক্ষা শিবির হবে, .......যা সম্পুর্ণ বিনামূল্যে এবং এই শিবিরের ১৫/২০দিন সম্পুর্ণ বিনামূল্যে চসমাও তুলে দেওয়া হবে সমাজের দুঃস্থ হিন্দু-মুসলমান, শিয়া-সুন্নী নির্বিশেষে সকল ধরনের মানুষের হাতে, .....যাতে গরীব অসহায় মানুষ মূল্যবান চোখের মাধ্যমে দুনিয়া দেখতে পান ৷

এছাড়া আমরা চ্যানেল সত্যের পথে গ্রুপ মিলিত ভাবে একটি 'স্বাস্থ্য পরীক্ষা শিবির' এর আয়োজন করবো ইনশাল্লাহ ৷ যাতে সমাজের গরীব অসহায় হিন্দু মুসলমান শিয়া সুন্নীগণ এই পরিসেবা সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারে ৷

تبصرہ ارسال

You are replying to: .