۶ آذر ۱۴۰۳ |۲۴ جمادی‌الاول ۱۴۴۶ | Nov 26, 2024
নোবেল স্কুলের লাইব্রেরী
নোবেল স্কুলের লাইব্রেরী

হাওজা / ভারতের কর্ণাটক রাজ্যের নোবেল স্কুলের লাইব্রেরীতে 'রেনেসা পাবলিশারের' প্রকাশিত বাংলা বই ঠাঁই পেলো ৷৷৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সাল থেকে পথ চলা শুরু রেনেসা পাবলিশারের ৷ নবী (সঃ)-এর আহলে বাইতের ফজিলতের উপরে বাংলা ভাষায় বই প্রকাশ করার নৈতিক দায়িত্বের মধ্যদিয়ে এগিয়ে চলেছে 'রেনেসা পাবলিশার' ৷

রেনেসা পাবলিশারের অন্যতম দায়িত্বশীল ব্যক্তি জনাব মুস্তাক আহমদ আমাদের জানান,

....এ পর্যন্ত ১৫/২০টি বাংলা বই রেনেসা পবলিশার তাদের নামে প্রকাশ করে ফেলেছে, এবং তিন বার আন্তর্জাতিক কলকাতা বইমেলাতেও অংশগ্রহন করেছে ৷

শেষ ২৮-শে ফ্রেব্রুয়ারী ২০২২ সালের আন্তর্জাতিক বইমেলাতে রেনেসা পাবলিশার ব্যাপক সফলতা লাভ করেছে এবং বাংলার বিভিন্ন রুচীর, বিভিন্ন ধর্মের মানুষের মননশীলতার দোর গোড়ায় পৌঁছে গেছে রেনেসা পাবলিশারের প্রকাশিত বাংলা বই,...... যে বইগুলি নবীপাকের আহলে বাইতের সত্যতার বহিঃপ্রকাশ হয়েছে ৷

এবার বাংলার গন্ডি পেরিয়ে সুদূর দক্ষিন ভারতেহ কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর শহর থেকে আশি কিলো মিটার দূরে 'আলীপুর' এলাকায় অবস্থিত একটি নাম করা স্কুল, 'নোবেল স্কুল' ৷

উক্ত স্কুলের বর্তমান প্রন্সিপাল জনাব সৈয়দ নকীর রেজা সাহেবের হাতে রেনেসা পাবলিশারের সদ্য প্রকাশিত একটি বই, যেটির নামঃ 'অভাব অনটন থেকে মুক্তি'৷

উক্ত বইটি জনাব সৈয়দ নকীর রেজা সাহেবের হাতে তুলে দেন জনাব মুস্তাক আহমদ ৷

'অভাব অনটন থেকে মুক্তি' বইটি উর্দূ ভাষায় সংকলিত ৷ যিনি উর্দূ ভাষায় সংকলন করেন, তিনি এই আলীপুর এলাকার বাসিন্দা, নাম মওলানা মহম্মদ সৈয়দ আলী আবদী সাহেব ৷ উর্দূ থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন আলীপুর মাদ্রাসার প্রক্তান ছাত্র বাংলার ছেলে জনাব মওলানা তাফাজ্জুল হোসেন সাহেব, এবং বইটি ইরানে বসে সম্পদনা ও কম্পিটার টাইপিং করেছেন জনাব মওলানা রিজওয়ানুস সালাম খান সাহেব ৷

উক্ত বইটি হাতে পেয়ে জনাব সৈয়দ নকীর রেজা সাহেব খুশি ও আশা প্রকাশ করেন ৷ রেনেসা পাবলিশারের দীর্ঘায়ু কামনার সাথে সাথে বাংলার মানুষের বই প্রকাশের এই উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন ক'রে দোয়া করেন ৷

تبصرہ ارسال

You are replying to: .