۱۵ اردیبهشت ۱۴۰۳ |۲۵ شوال ۱۴۴۵ | May 4, 2024
ইব্রাহিম রায়িসি
ইব্রাহিম রায়িসি

হাওজা / ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হবে দুধ-কলা দিয়ে সাপ পোষা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হবে দুধ-কলা দিয়ে সাপ পোষা। তিনি আরো বলেছেন, ইসরাইল একটি অবৈধ ও ভঙ্গুর রাষ্ট্র; রাষ্ট্রীয় সন্ত্রাসাবাদ, পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ কিংবা আল-আকসা মসজিদের অবমাননা করে ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

তিনি বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠকে দখলদার ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের সম্পর্ক স্থাপনের প্রতি ইঙ্গিত করে রায়িসি বলেন, যেসব দেশ রক্তপিপাসু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের উদাহরণ সেইসব মানুষের মতো যারা দুধ-কলা দিয়ে কালসাপ পোষে। নিঃসন্দেহে মুসলিম বিশ্ব এই পদক্ষেপ মেনে নেবে না এবং এসব মুসলিম দেশ বিশ্বের ২০০ কোটি মুসলমানের তীব্র ঘৃণার শিকার হবে।

تبصرہ ارسال

You are replying to: .