۸ اردیبهشت ۱۴۰۳ |۱۸ شوال ۱۴۴۵ | Apr 27, 2024
হাদিসে কিসা
হাদিসে কিসা

হাওজা / নিশ্চয়ই আল্লাহ চান যে , হে আহলে বাইত ! তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে পবিত্র করতে পূর্ন পবিত্রকরনের মাধ্যমে।

শাকিল আহমেদ (বাংলাদেশ)

সালামুন আলাইকুম ।

প্রিয় পাঠক,

পবিত্র কোরআনে সুরা আহযাবের ৩৩নং আয়াত ।

নিশ্চয়ই আল্লাহ চান যে , হে আহলে বাইত ! তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে পবিত্র করতে পূর্ন পবিত্রকরনের মাধ্যমে – “ । সুরা – আহযাব / ৩৩ ।

উল্লেখিত আয়াতটিতে সর্বশক্তিমান আল্লাহ স্বয়ং নিজে রাসুলের (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতের (আঃ) অন্তর্ভুক্ত সদস্যবৃন্দকে শতভাগ পুতঃপবিত্র বলে ঘোষনা দিলেন । এবং সেইসাথে পুতঃপবিত্র আহলে বাইতের (আঃ) অন্তর্ভুক্ত সদ্যসবৃন্দের ধারকাছে অপবিত্রদেরকে ঘেষতে দেবেন না বলে ঘোষনা দিয়েছেন । দুটি ঘোষনা এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে ।

"আহলে বাইত" আরবী কথাটির অর্থ হচ্ছে "ঘরের লোক" ।

নবীজীর (সাঃ) আহলে বাইত অর্থাৎ ঘরের লোকদের মধ্যে তো অনেকেই অন্তর্ভুক্ত আছেন । যেমন দাদা-দাদি , বাবা-মা , চাচা-চাচী , ভাই-বোন , পত্মীগন ইত্যাদি । আহলে বাইত তথা ঘরের লোক অনেকেই আছেন । এত লোকের মধ্যে মহান আল্লাহ তাহলে কোন সদস্যবৃন্দকে "পুতঃপবিত্র রক্তজ আহলে বাইত" বলে নির্বাচিত করলেন ?

উল্লেখ্য যে , অনেকেই "পুতঃপবিত্র আহলে বাইত" এর মধ্যে নবীজীর (সাঃ) কতিপয় পত্মীগনকে শামিল করে থাকেন !

এ প্রসঙ্গে মূল কথাটা হচ্ছে যে , রাসুলের (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতের (আঃ) অন্তর্ভুক্ত সদ্যসবৃন্দ কে এবং কারা হবেন - এই বিষয় শেষ এবং চুড়ান্ত কথা বলার একমাত্র অধিকার হচ্ছে আল্লাহর রাসুলের (সাঃ) । দুনিয়ার অন্য কোন ব্যক্তির ব্যক্তিগত মতামত মোটেই মূখ্য নয় এবং গ্রহনীয় নয় । কেননা পবিত্র কোরআন সুস্পষ্টভাবে নির্দেশ দিচ্ছে --

“ ---- গ্রহন কর যা রাসুল তোমাদের দেয় এবং পরিত্যাগ কর যা সে তোমাদেরকে নিষেধ কর এবং আল্লাহ সম্পর্কে সতর্ক হও । নিশ্চয়ই আল্লাহ উপযুক্ত শাস্তি দানে অত্যন্ত কঠোর --- ।“সুরা – হাশর / ০৭ ।

প্রিয় পাঠক ,

আসুন জেনে নেই , কে বা কারা "পুতঃপবিত্র রক্তজ আহলে বাইত" এই বিষয় আল্লাহর রাসুল (সাঃ) স্বয়ং নিজে কি বলে গেছেন । সঙ্গত কারনেই লেখাটিতে শীয়া রেফারেন্স উল্লেখ করা হয় নাই । সমস্ত রেফারেন্স সুন্নি রেফারেন্স থেকে দেওয়া হইল ।

রাসুলের (সাঃ) পুতঃপবিত্র রক্তজ আহলে বাইতের (আঃ) অন্তর্ভুক্ত সদ্যসবৃন্দ কে এবং কাঁরা ।

হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বর্ননা করেন যে , হযরত ফাতেমা (সাঃআঃ) যিনি রাসুলের (সাঃ) কন্যা তাঁকে বলতে শুনেছি যে , "একদিন আমার পিতা আল্লাহর রাসুল (সাঃ) আমার গৃহে আগমন করলেন । রাসুল (সাঃ) আমাকে বললেন , হে ফাতেমা (সাঃআঃ) , তোমার উপর সালাম ।

আমিও তাঁকে (সাঃ) বললাম যে , আপনার উপর দরুদ ও সালাম ।

আমার পিতা বললেন যে , আমি বেশ অসুস্থতা বোধ করছি ।

আমি বললাম , আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন ।

রাসুল (সাঃ) বললেন , ওহে মা ফাতেমা (সাঃআঃ) , আমার ইয়েমেনী চাদরটা দিয়ে আমাকে আবৃত করে দাও । আমি পিতার কথামত ইয়েমেনী চাদরটা দিয়ে পিতাকে আবৃত করে দিলাম । তখনই খেয়াল করে দেখলাম যে , রাসুলের (সাঃ) পবিত্র চেহারা মোবারক থেকে এমনই নূরের জ্যোতি বের হচ্ছে ঠিক যেন পূর্নিমার চাঁদের মত লাগছে ।

এর কিছুক্ষন পরে আমার প্রথম পুত্র হাসান ইবনে আলী (আঃ) গৃহে প্রবেশ করল । আমাকে সালাম দিল । আমিও তাকে বললাম , হে আমার নয়নের মনি , আমার কলিজার টুকরা , তোমার উপর দরুদ ও সালাম রইল ।

হাসান ইবনে আলী (আঃ) তখন বলল , হে আম্মাজান (সাঃআঃ) , আমি এখানে আমার নানাজান রাসুলে খোদার (সাঃ) অতি উত্তম সুঘ্রান পাচ্ছি ।

আমি বললাম , তোমার অনুমান সঠিক । ঐ চাদরের ভিতরে তোমার নানাজান (সাঃ) উপস্থিত আছেন । অতঃপর হাসান ইবনে আলী (আঃ) চাদরের নিকট এগিয়ে যেয়ে বললেন , হে নানাজান (সাঃ) , আপনার উপর দরুদ ও সালাম । আমি কি আপনার চাদরের নীচে আসতে পারি ?

রাসুল (সাঃ) বললেন , হে আমার সন্তান ! তোমার উপরেও দরুদ ও সালাম রইল । হে কাওসারের সন্তান , হে জান্নাতের যুবকদের সর্দার , আমার উম্মতের শাফায়াতকারী , অবশ্যই চাদরের নীচে তোমার আসার অনুমতি রয়েছে । অনুমতি পাওয়া মাত্র হাসান ইবনে আলী (আঃ) রাসুলের (সাঃ) চাদরের ভিতরে প্রবেশ করলেন ।

উহার কিছুক্ষন পরে আমার দ্বিতীয় পুত্র হোসেন ইবনে আলী (আঃ) গৃহে প্রবেশ করল । হে আম্মাজান (সাঃআঃ) , আপনাকে সালাম ।

আমাকে সালাম দিল । আমিও তাকে বললাম , হে আমার কলিজার টুকরা , আমার নয়নের মনি , আমার হৃদয়ের শান্তি ! তোমার উপর দরুদ ও সালাম রইল । হোসেন ইবনে আলী (আঃ) তখন বললেন , আম্মাজান , আমি এখানে আমার নানাজান রাসুলে আল্লাহর (সাঃ) খুবই সুঘ্রান পাচ্ছি । আমি বললাম , তুমি ঠিকই বলেছ । ঐ চাদরের ভিতরেই তোমার নানাজান (সাঃ) আছেন । তখন হোসেন ইবনে আলী (আঃ) চাদরের নিকট এগিয়ে যেয়ে বলল , হে আমার নানাজান (সাঃ) , আপনার উপর দরুদ ও সালাম । আমি কি আপনার চাদরের নীচে আসতে পারি ?

রাসুল (সাঃ) বললেন , হে আমার সন্তান , আমার উম্মতের শাফায়েতকারী , তোমার উপরেও দরুদ ও সালাম রইল । হে কাওসারের সন্তান , হে জান্নাতের যুবকদের সর্দার , অবশ্যই চাদরের নীচে তোমার আসার অনুমতি রয়েছে ।

অনুমতি পাওয়া মাত্র হোসেন ইবনে আলী (আঃ) রাসুলের (সাঃ) চাদরের ভিতরে প্রবেশ করলেন ।

এই ঘটনার কিছু পরেই আমার স্বামী আবুল হাসান ইবনে আবু তালেব (আঃ) গৃহে প্রবেশ করলেন ।

তিনি আমাকে বললেন , হে আল্লাহর রাসুলের (সাঃ) কন্যা (সাঃআঃ) , আপনার প্রতি আমার সালাম । আমি উত্তরে তাঁকে বললাম , আপনার উপর আমার দরুদ ও সালাম রইল হে আমিরুল মুমিনিন (আঃ) । তখন আবুল হাসান ইবনে ইমরান (আঃ) বললেন , হে হাসান-হোসেনের জননী , আমি এখানে এমন একজনের সুঘ্রান পাচ্ছি যিনি অবশ্যই আমার চাচাত ভাই রাসুলে খোদা (সাঃ) হবেন ।

আমি বললাম , জ্বী , আপনি সঠিক বলেছেন । আপনার দুই পুত্রকে নিয়ে পিতাজান (সাঃ) ঐ ইয়েমেনী চাদরের ভিতরে অবস্থান করছেন ।

এই কথা শোনামাত্র হযরত আলী (আঃ) চাদরের নিকট এগিয়ে যেয়ে বললেন , হে আল্লাহর রাসুল (সাঃ) , আপনার উপর দরুদ ও সালাম । এখন আপনি আমায় অনুমতি দিন যাতে আমিও আপনাদের সাথে চাদরের নীচে আসতে পারি ?

রাসুল (সাঃ) বললেন , তোমার উপরেও দরুদ ও সালাম রইল । হে আমার ভাই , আমার উত্তরাধীকারী , আমার ওয়াসী , আমার ইন্তেকাল পরবর্তী ইমাম ও খলীফা ! অতি অবশ্যই চাদরের নীচে তোমার আসার অনুমতি রয়েছে ।

অনুমতি পাওয়া মাত্র হযরত আলী (আঃ) রাসুলের (সাঃ) চাদরের ভিতরে প্রবেশ করলেন ।

সর্বশেষে আমি (ফাতেমা (সাঃআঃ) চাদরের নিকট যাই এবং বললাম , হে আমার পিতাজান , আল্লাহর রাসুল (সাঃ) , আপনার উপর দরুদ ও সালাম । চাদরের নীচে আসার জন্য কি আমার অনুমতি রয়েছে ?

রাসুল (সাঃ) বললেন , হে আমার কাওসার , জান্নাতের নেত্রী , আমার নয়নের মনি ! তোমারও অনুমতি আছে চাদরের নীচে চলে আসার জন্য । অনুমতি পাওয়া মাত্র আমিও রাসুলের (সাঃ) চাদরের ভিতরে প্রবেশ করলাম ।

যখন আমরা পাঁচজন সকলে মিলে চাদরের নীচে একত্রিত হলাম তখন রাসুল (সাঃ) তাঁর ডান হাত দিয়ে চাদরের দুই কিনারা ধরে আকাশের দিকে উঠিয়ে বললেন , হে আমার আল্লাহ , এরাই আমার রক্তজ আহলে বাইত , আমার রক্তজ বংশধর , এরাই আমার অস্বিত্ব , আমার রক্ত । যে এদেরকে দুঃখ কষ্ট দেবে সে যেন আমাকেও দুঃখ কষ্ট দেবে । আমি তাদের সাথে যুদ্ব করব যে এদের সাথে যুদ্ব করবে এবং যে এদের সাথে সন্ধি করবে আমিও তাদের সাথে সন্ধি করব । যে এদের শত্রু আমিও তাদের শত্রু । যে এদেরকে ভালবাসবে আমিও তাদেরকে ভালবাসব । কেননা এরা আমার থেকে আমিও এদের থেকে ।

হে সর্বশক্তিমান আল্লাহ ! তোমার রহমত , তোমার পুরস্কার , তোমার দয়া , তোমার বরকত - তুমি আমার এবং আমার এই আহলে বাইতের জন্য ধার্য্য করে দাও । এদের কাছ থেকে সকল প্রকার অপমান এবং অপবিত্রতা দূরে রেখ এবং এদেরকে পুতঃপবিত্র রেখ যতটা পুতঃপবিত্র রাখার হক আছে ।

এই সময় নবীপত্নী হযরত উম্মে সালমা (রাঃ) সেখানে উপস্থিত হয়ে চাদরের ভিতরে প্রবেশের সদয় অনুমতি চাইলেন ।

রাসুল (সাঃ) বললেন , হে উম্মে সালমা , তুমি তোমার অবস্থানে সম্পূর্ন সঠিক আছ । যেহেতু তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত নও বিধায় এখানে প্রবেশের অনুমতি নাই ।

চাদরের নীচের এই ঘটনা সমূহ সংঘটিত হবার পরে মহান আল্লাহ বললেন , সমগ্র সৃষ্টিজগত আমি যাদের ভালবাসার জন্য সৃষ্টি করেছি সেই পাঁচজন এখন এই চাদরের নীচে একসাথে অবস্থান করছে ।

মহান এই দৃশ্য দেখে হযরত জীবরাইল (আঃ) সর্বশক্তিমান আল্লাহর নিকটি বিনীত প্রশ্ন করলেন যে , ইয়া দোজাহানের মালিক , ঐ চাদরের নীচে কে কে অবস্থান করছেন ?

সর্বদয়ালু আল্লাহ চাদরের নীচে অবস্থানরত সদস্যদের পরিচয় এভাবে করিয়ে দিলেন যে , ঐ চাদরের নীচে রেসালতের খনি তথা পাকপাজ্ঞাতন অর্থাৎ ফাতেমার (সাঃআঃ) পিতা মুহাম্মাদ (সাঃ) , ফাতেমার (সাঃআঃ) স্বামী আলী (আঃ) এবং ফাতেমার (সাঃআঃ) দুই সন্তান হাসান (আঃ) ও হোসেন (আঃ) সহ সর্বমোট পাঁচজন আছেন ।

তখন হযরত জীবরাইল (আঃ) আল্লাহর নিকট বিনীত নিবেদনপূর্বক বললেন , হে আমার প্রতিপালক , আমারও কি অনুমতি আছে যে আমিও পৃথিবীতে যেয়ে তাঁদের সাথে ষষ্ঠজন হয়ে যাই ?

মহান আল্লাহ এরশাদ করলেন , যাও তোমাকে অনুমতি দিলাম ।

অনুমতি পাওয়া মাত্র হযরত জীবরাইল (আঃ) পৃথিবীতে এসে পাক-পাজ্ঞাতনকে সালাম দিয়ে বললেন যে , আল্লাহ ও তাঁর সমস্ত ফেরেশতাকুলের পক্ষ থেকে আপনাদের উপর দরুদ ও সালাম রইল । ইয়া রাসুলাল্লাহ (সাঃ) ! আপনি কি আমাকে চাদরের নীচে প্রবেশের অনুমতি দেবেন ?

রাসুল (সাঃ) বললেন , হে আল্লাহর ওহীর আমানতদার , তোমাকে অনুমতি দিলাম ।

চাদরের ভেতরে প্রবেশ করে হযরত জীবরাইল (আঃ) বললেন , ইয়া রাসুলাল্লাহ (সাঃ) , সর্বশক্তিমান আল্লাহর নিকট থেকে এই ওহী নিয়ে আমি আপনাদের নিকট এসেছি ।

“ – নিশ্চয়ই আল্লাহ চান যে , হে আহলে বাইত ! তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূরে রাখতে এবং তোমাদেরকে পবিত্র করতে পূর্ন পবিত্রকরনের মাধ্যমে – “ । সুরা – আহযাব / ৩৩ ।

হযরত আলী (আঃ) তখন রাসুলের (সাঃ) নিকট বিনয়ের সহিত জানতে চাইলেন যে , এই চাদরের নীচে সকলকে একত্রিত করার পিছনে কোন গুরুত্ব বা ফজিলত আছে কি ?

নবীজী (সাঃ) বললেন , অবশ্যই গুরুত্ব আছে । এই চাদরের নীচে অবস্থানকারীগনই আমার আহলে বাইত এবং আল্লাহ তাঁদের নিকট থেকে সর্বপ্রকার অপবিত্রতা বহু দূরে রেখেছেন । আর এই ঘটনার ফজিলত এটাই যে , এই চাদরের হাদিস বা হাদিসে কিসা দুনিয়ার যে কোন মাহফিল বা মজলিশে বয়ান করা হবে এবং ঐ মজলিশে উপস্থিত আমাদের অনুসারীগন বা শীয়াগন এবং বন্ধুদের উপর আল্লাহর রহমত বর্ষিত হবে এবং যতক্ষন এই হাদিসের বয়ান চলতে থাকবে ততক্ষন পর্যন্ত আসমানের ফেরেশতাগন চর্তুদিক থেকে তাদের ঘিরে থাকবে এবং আমাদের শীয়াদের জন্য দোয়া করতে থাকবে ।

হে আলী (আঃ) ! আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে , এই হাদিস বয়ানকারী মজলিশে উপস্থিত সকল মহব্বতকারীকে আল্লাহ সকল বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন । তাদের সমস্ত রকমের প্রয়োজনীয়তা আল্লাহ নিজ হতে পূর্ন করে দেবেন ।

ইমাম আলী (আঃ) তখন বললেন যে , খোদার কসম ! আমি ও আমার অনুসারীগন (শীয়া) এই দুনিয়া ও আখেরাতে সফল ও কৃতকার্য হয়ে গেলাম ।

তথ্যসূত্র - আহলে সুন্নি থেকে -

সহীহ মুসলিম , খন্ড-৭ , হাদিস নং- ৬০৪৩ (ইসলামিক ফাউন্ডেশন) / সহীহ তিরমিযী , খন্ড-৬ , হাদিস নং- ৩৮৭১ , ৩৭৮৭ (ইসলামিক ফাউন্ডেশন) / সহীহ মুসলিম , খন্ড-৭ , হাদিস নং- ৬০৪৩ (ইসলামিক ফাউন্ডেশন) / তাফসীরে মারেফুল কোরআন , খন্ড-৭ , পৃ-১৩২ মুফতি মোঃ শফি (ইসলামিক ফাউন্ডেশন) / তাফসীরে মাযহারী , খন্ড-১০ , পৃ-৩৩-৩৪ (ইসলামিক ফাউন্ডেশন) / সহীহ তিরমিযী , খন্ড-৫ , হাদিস নং-৩১৪৩ , ৩১৪৪ , খন্ড-৬ , হাদিস নং-৩৭২৫ , ৩৮০৮ (ইসলামিক সেন্টার) / মেশকাত শরীফ , খন্ড-১১ , হাদিস নং- ৫৮৭৬ (এমদাদীয়া লাইব্রেরী) / শেখ আব্দুর রহিম গ্রন্থাবলী , খন্ড-১ , পৃ-৩০৮ (বাংলা একাডেমী) / তাফসীরে মাদানী , খন্ড-১ , পৃ-১৩-১৫ (আহলে হাদিস লাইব্রেরী) / তাফসীরে দুররে মনসুর , খন্ড-৫ , পৃ-১৯০ (মিশর) / তাফসীরে ইবনে কাসির , খন্ড-৩ , পৃ-৪৮৪ (মিশর) / তাফসীরে কাসসাফ, খন্ড-১ , পৃ-১৯৭ (মিশর) / খাসয়িসে নাসায়ী , পৃ- ৪ / মুসনাদে আহমদ ইবনে হাম্বল , ৪র্থ খন্ড , পৃ- ১৭ / মুস্তাদরাকে হাকিম , ৩য় খন্ড , পৃ- ১৪৭ / সহীহ আল মুসলিম , ৭ম খন্ড , পৃ- ১৩ / সহীহ তিরমিজি , ১২তম খন্ড , পৃ- ৮৫ / সুনানে বায়হাকী , ২য় খন্ড , পৃ- ১৪৯ / তাফসীরে দুররে মনসুর , ৫ম খন্ড , পৃ- ১৯৮ / তাফসীরে ইবনে কাসির , ৩য় খন্ড , পৃ- ৪৮৫ / তাফসীরে তাবারী , ২২তম খন্ড , পৃ- ৭ / তারীখে তাবারী , ৫ম খন্ড , পৃ- ৩১ / ইসাবা , ৩য় খন্ড , পৃ- ৪৮৯ / ইস্তিয়াব , ২য় খন্ড , পৃ- ৫৯৮ / জামেউল উসুল , ১০ম খন্ড , পৃ- ১০১ / কানজুল উম্মাল , ৭ম খন্ড , পৃ- ১০৩ / মাজমাউল যাওয়ায়িদ , ৯ম খন্ড , পৃ- ১৬৭ / মাকতালুল খাওয়াজেমী , ২য় খন্ড , পৃ- ৬১ / মুশকিল আল আসার , ১ম খন্ড , পৃ- ৩৩৫ / মুসনাদে তাইয়ালাসি , ৮ম খন্ড , পৃ- ২৭৪ / মুসতাদরাক আলাস সাহীহাইন , ২য় খন্ড , পৃ- ৪১৬ / রিয়াজুন নুজরাহ , ২য় খন্ড , পৃ- ২৪৮ / তাফসীরে সালাবী , ৩য় খন্ড , পৃ- ২২৮ / তাহজিবুত তাহজীব , ২য় খন্ড , পৃ- ২৯৭ / তারিখে বগদাদ , ৯ম খন্ড , পৃ- ১২৬ / তরজমা ই ইস্তিয়ার , ৫ম খন্ড , পৃ- ৬৩৭ / তাফসীরুল উসুল , ৩য় খন্ড , পৃ- ২৯৭ / উসুদুল গাবা , ৫ম খন্ড , পৃ- ৫২১ / জাখায়িরুল উকবা , পৃ- ২৪ / ফাতহুল বারী শারাহ সহীহ বুখারী , খন্ড-৩ , পৃ-৪২২ , খন্ড-৭ , পৃ-৬০ / তারিখে বাগদাদ , খন্ড-৯ , পৃ-১২৬ / ফাজায়েলুল খামসা , খন্ড-১ , পৃ-২২৪ / তায়াসিরুল উসুল , খন্ড-৩ , পৃ-২৯৭ / মুসনাদে হাম্বল , খন্ড-১ , পৃ-৩৩১ / সহীহ আল মুসলিম শরীফ -পৃ- ৯২৩ হাদিস - ৬১০৩ (মিনা প্রকাশনী) / মারেফাতে ইমামত ও বেলায়েত , পৃ-৮০, ৮১ ।

অনুরোধ সকলের প্রতি যে , প্রতি বৃহস্পতিবার মাগরিব এশা নামাজের পরে পরিবারের সকলকে নিয়ে "হাদিসে কিসা" হাদিসটি পড়ুন ।

সকলকে সালাম জানিয়ে আজকের মত বিদায় । খোদা-হাফেজ ।

تبصرہ ارسال

You are replying to: .