۱۶ آذر ۱۴۰۳ |۴ جمادی‌الثانی ۱۴۴۶ | Dec 6, 2024
News ID: 381002
31 مئی 2022 - 09:52
মুস্তাক আহমদ
মুস্তাক আহমদ

মুস্তাক আহমদ

পরিশ্রম ছাড়া প্রতিভার নেই কোন দাম,

কত জ্ঞানী অলসতায় হয়েছে নিষ্কাম ৷৷

কত শিশু প্রতিভা নিয়ে জন্ম নেয় ধারায়,

প্রয়োজনহীন আদর দিলে তাদের প্রতিভা হারায় ৷

নিয়েত আর প্রতিভা কর্মে আসে ফল,

কর্মহীন বুদ্ধিমান হয়েছে শয়তানের বল ৷

নিষ্টা আর কর্ম দিয়ে ঝরায় যে ঘাম,

ইতিহাস করবে স্মরণ, লেখা হবে তার নাম ৷

পানিতে ভিজলে শরীর পোষাক বদল করে,

ঘামে যার ভেজে শরীর ইতিহাস বদলাতে পারে ৷

যুগ'কে বদলাতে পারে সেই মহান জন,

যার শরীর রক্তে ভেজে বীর আগুয়ান ৷

ইমাম হুসাইন রক্তে ভিজে করলেন যুগের পালা,

তাই আজো প্রতিটি জমিন নামে কারবালা ৷

কাশেম সুলেমানী রক্তে ভিজে দিলেন এমন আশ্বাস

ইজরাঈলটি শেষের পথে ফেলছে এখন শেষ নিশ্বাস ৷

নিষ্টা আর কর্ম দেওয়া, এটাই যুগের দাবী

ঘরের বসে বকম বকম, বৃথা হবে সবি ৷৷

تبصرہ ارسال

You are replying to: .